সমস্ত প্রতিকূলতাকে দুরে রেখে নিজের লক্ষ্যে এগিয়ে চলেছে। আগামী দিনে উচ্চশিক্ষা লাভের আশায় রয়েছে তার। এর পাশাপাশি উজ্জ্বলা প্রস্তুতি নিচ্ছে খেলাধুলার। পরপর তিন বছর ইন্টার কলেজ স্টেট এন্ড স্পোর্টস গেমসে তার জয়লাভ অনেকখানি মনোবল বাড়িয়ে দিয়েছে উজ্জ্বলার।এ বিষয়ে উজ্জ্বলা রাজওয়ার বলেন , ছোট থেকেই খেলাধুলার প্রতি তার বিরাট আকর্ষণ রয়েছে। কলেজের থেকে সে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পরপর তিনবার জয়লাভ করেছে। বাড়িতে অভাব অনটন থাকার কারণে উচ্চ শিক্ষার ক্ষেত্রে সেভাবে সহযোগিতা পায় না সে। তাই আগামী দিনে চলার পথে সহযোগিতার আশ্বাস চেয়েছে সে।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
এ বিষয়ে উজ্জলের মা কলাবতী রাজয়ার বলেন , তাদের সংসারে অনেক অভাব-অনটন রয়েছে। তার মধ্যেও মেয়ের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন তিনি। তবে এত খরচ বহন করতে হিমশিম খাচ্ছে গোটা পরিবার। তাই যদি সরকারি কোনও সহযোগিতা পাওয়া যায় তাহলে তাদের জন্য অনেকটাই উপকার হয়। মেয়ে যাতে আগামী দিনে অনেক বড় হতে পারে সেই আশাতেই রয়েছেন তিনি।এ বিষয়ে উজ্জ্বলা রাজওয়ারের কোচ অনন্ত মাহাতো বলেন , পুরুলিয়ার মত প্রত্যন্ত গ্রাম্য এলাকায় মেয়েদের মাঠে আনা এবং মাঠে টিকিয়ে রাখা খুবই কঠিন একটি কাজ। সেখানে যদি সরকারি সহযোগিতা পাওয়া যায় তাহলে খেলোয়াড়রা যেমন উপকৃত হবে তেমনি তাদের খেলাধুলা বজায় থাকবে। তার ভীষণই ভালো লাগছে উজ্জ্বলার এই সাফল্যে। সমাজের সঙ্গে লড়াই করে পরিবারের সহযোগিতা নিয়ে এগিয়ে চলেছে পুরুলিয়ার প্রত্যন্ত গ্রাম বঙ্গাবাড়ির উজ্জ্বলা রাজওয়ার। তার ছোট্ট দুটি পা বিশ্ব জয়ের স্বপ্ন দেখছে। আগামী দিনে জেলার নাম উজ্জ্বল করতে এগিয়ে চলেছে উজ্জ্বলা।
শর্মিষ্ঠা ব্যানার্জি