TRENDING:

Purulia News: দু'বেলা ঠিক মতো খাবার জোটেনা! তিন তিনবার সেরা অ্যাথলেটিক সম্মান পেল পুরুলিয়ার মেয়ে!

Last Updated:

Purulia News: পরপর তিন বার সেরা অ্যাথলেটিক সম্মান ! পুরুলিয়ার এই মেয়ের কাহিনি চোখে জল আনবে! গোটা রাজ্যের গর্ব

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া : মনের জোর আর ইচ্ছাশক্তিতে যে-কোনও অসম্ভবকেই সম্ভব করা যায়। তাতে প্রতিকূলতা যতই আসুক না কেন। কোনও কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারে না। মাড় ভাতের দম যে কোনও অংশেই কম না তা আবারও প্রমাণ করে দিল পুরুলিয়ার ভূমিকন্যা উজ্জ্বলা রাজওয়ার। পুরুলিয়ার বোঙ্গাবাড়ির বাসিন্দা সে। ইন্টার কলেজ স্টেট এন্ড স্পোর্টস গেমসে পরপর তিন বছর পুরুলিয়ার সেরা অ্যাথলেটিক সম্মান পেয়েছে সে। পুরুলিয়ার নিস্তারিণী কলেজের ছাত্রী উজ্জ্বলা। দারিদ্র্যতাকে সঙ্গে নিয়ে তার বড় হয়ে ওঠা। চরম অভাব অনটনের মধ্যেও নিজের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করে চলেছে সে। বোঙ্গাবাড়ি এএফ একাডেমিতে দীর্ঘ কয়েক বছর ধরে সে অনুশীলন করছে। প্রান্তিক গ্রাম্য এলাকার মেয়ে হওয়ার কারণে পারিবারিক নানান চাপের মুখে পড়তে হয় তাকে। তবুও সে হার মেনে নেয়নি।
advertisement

সমস্ত প্রতিকূলতাকে দুরে রেখে নিজের লক্ষ্যে এগিয়ে চলেছে। আগামী দিনে উচ্চশিক্ষা লাভের আশায় রয়েছে তার। এর পাশাপাশি উজ্জ্বলা প্রস্তুতি নিচ্ছে খেলাধুলার। পরপর তিন বছর ইন্টার কলেজ স্টেট এন্ড স্পোর্টস গেমসে তার জয়লাভ অনেকখানি মনোবল বাড়িয়ে দিয়েছে উজ্জ্বলার।এ বিষয়ে উজ্জ্বলা রাজওয়ার বলেন , ছোট থেকেই খেলাধুলার প্রতি তার বিরাট আকর্ষণ রয়েছে‌। কলেজের থেকে সে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পরপর তিনবার জয়লাভ করেছে। বাড়িতে অভাব অনটন থাকার কারণে উচ্চ শিক্ষার ক্ষেত্রে সেভাবে সহযোগিতা পায় না সে। তাই আগামী দিনে চলার পথে সহযোগিতার আশ্বাস চেয়েছে সে।

advertisement

“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”

এ বিষয়ে উজ্জলের মা কলাবতী রাজয়ার বলেন , তাদের সংসারে অনেক অভাব-অনটন রয়েছে। তার মধ্যেও মেয়ের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন তিনি। তবে এত খরচ বহন করতে হিমশিম খাচ্ছে গোটা পরিবার। তাই যদি সরকারি কোনও সহযোগিতা পাওয়া যায় তাহলে তাদের জন্য অনেকটাই উপকার হয়। মেয়ে যাতে আগামী দিনে অনেক বড় হতে পারে সেই আশাতেই রয়েছেন তিনি।এ বিষয়ে উজ্জ্বলা রাজওয়ারের কোচ অনন্ত মাহাতো বলেন , পুরুলিয়ার মত প্রত্যন্ত গ্রাম্য এলাকায় মেয়েদের মাঠে আনা এবং মাঠে টিকিয়ে রাখা খুবই কঠিন একটি কাজ। সেখানে যদি সরকারি সহযোগিতা পাওয়া যায় তাহলে খেলোয়াড়রা যেমন উপকৃত হবে তেমনি তাদের খেলাধুলা বজায় থাকবে। তার ভীষণই ভালো লাগছে উজ্জ্বলার এই সাফল্যে। ‌সমাজের সঙ্গে লড়াই করে পরিবারের সহযোগিতা নিয়ে এগিয়ে চলেছে পুরুলিয়ার প্রত্যন্ত গ্রাম বঙ্গাবাড়ির উজ্জ্বলা রাজওয়ার। তার ছোট্ট দুটি পা বিশ্ব জয়ের স্বপ্ন দেখছে। আগামী দিনে জেলার নাম উজ্জ্বল করতে এগিয়ে চলেছে উজ্জ্বলা।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

শর্মিষ্ঠা ব্যানার্জি

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: দু'বেলা ঠিক মতো খাবার জোটেনা! তিন তিনবার সেরা অ্যাথলেটিক সম্মান পেল পুরুলিয়ার মেয়ে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল