তবে এই পাহাড়কে কেন্দ্র করে গড়ে ওঠেনি কোনও পর্যটন কেন্দ্র। তাই সেভাবে জনপ্রিয় নয় এই পাহাড়। আর সেই কারণেই এখানে মানুষজনের ভিড় মোটামুটি লক্ষ্য করা যায়। অন্যান্য পিকনিক স্পট গুলোর মত এই জায়গায় বিরাট সংখ্যক মানুষ ভিড় জমান না। পিকনিকের সিজন ও বিশেষ দিনগুলোতে এখানে অনেকেই পিকনিক করতে আসেন।
advertisement
আরও পড়ুন: ভারতের ‘১০০ টাকা’ কানাডায় ‘কত’ হবে জানেন…? শুনলেই চমকাবেন, শিওর!
তবে এখানে পিকনিক করতে গেলে মোটামুটি সমস্ত রকম ব্যবস্থা নিয়েই যেতে হয়। পাহাড়ের কোলে অপরূপ মনোরম দৃশ্য দেখে মন ভরে যায় সকলের।এ বিষয়ে স্থানীয় এলাকার মানুষবলেন , মূলত পিকনিকের মরশুমে এই পাহাড়ে মানুষের ঢল নামে। তবে এখানে থাকার কোনও ব্যবস্থা নেই। তাই শুধুমাত্র এখানে পিকনিক করার জন্যই মানুষ আসেন। শীতের সময়তেই ভিড় হয় সবথেকে বেশি।
পুরুলিয়ার পর্যটন মানচিত্রে রয়েছে নানান পর্যটন কেন্দ্র ও পিকনিক স্পট। কমবেশি সারা বছরই পর্যটকদের ঢল নামে সেই সমস্ত জায়গায়। চেনা পরিচিত পর্যটন কেন্দ্রের বাইরে ঝালদার এই জারগো পাহাড় অনেকের মনে দাগ কেটেছে। তাই অফবিট পিকনিক স্পটের সন্ধানে থাকলে আপনার নেক্সট ডেস্টিনেশন হতে পারে ঝালদার এই জারগো পাহাড়।
শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়