অন্যদিকে রেল লাইনের অদূরে মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে স্থানীয় এলাকায়। কাশীপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক শুভঙ্কর সরকার জানান, “খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের জন্য পুরুলিয়ার দেবেন মাহাত সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”
আরও পড়ুন : হোটেল কর্মীর ছেলের চিকিৎসা খরচ ৫০ লক্ষ টাকা, দিশেহারা পরিবার! দরকার ‘আমার-আপনার’ সাহায্য
advertisement
তিনি আরও জানান, “মৃত ব্যক্তির পরিচয় এখনও অজানা। আনুমানিক বয়স প্রায় ৪০ বছর। মৃত্যুর সঠিক কারণ জানতে ইতিমধ্যে তদন্ত শুরু করা হয়েছে এবং কাশীপুর থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে।” পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, মৃতদেহের একাংশ পচে যাওয়া অবস্থায় পাওয়া গেছে। তাই ধারণা করা হচ্ছে, মৃত্যু কয়েকদিন আগের।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তবে ওই ব্যক্তি ট্রেন থেকে পড়ে মারা গিয়েছেন, নাকি এর আড়ালে অন্য কোনও রহস্য লুকিয়ে রয়েছে, সব দিকই খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় বাসিন্দা তারক মুখার্জি বলেন, “মৃতদেহের কিছু অংশ পচে যাওয়ায় আমাদের মনে হয়েছে ঘটনাটি বেশ কয়েকদিন আগের। সঠিক তদন্ত হলে আসল রহস্য সামনে আসবে।” ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ঘটনার প্রতিটি দিক গভীরভাবে তদন্ত করে দেখছে বলে জানা গেছে।






