TRENDING:

Purulia News: রেললাইনের পাশের ঝোপে উদ্ধার পচাগলা দেহ! রহস্যের গন্ধ পাচ্ছেন অনেকে, মেলেনি নাম-পরিচয়

Last Updated:

Purulia News: রেল লাইনের ধারে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার। আদ্রা ডিভিশনের সিরজাম স্টেশনের কাছে একটি ঝোপের মধ্যে উদ্ধার পচাগলা দেহ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া, শান্তনু দাস: রেল লাইনের ধারে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনের সিরজাম স্টেশনের কাছে রেললাইনের পাশের একটি ঝোপের মধ্যে প্রথমে দেহটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এরপরই খবর দেওয়া হয় আদ্রা জিআরপি ও স্থানীয় কাশীপুর থানায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেহটি উদ্ধার করে।
আদ্রা ডিভিশনের সিরজাম রেল স্টেশন
আদ্রা ডিভিশনের সিরজাম রেল স্টেশন
advertisement

অন্যদিকে রেল লাইনের অদূরে মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে স্থানীয় এলাকায়। কাশীপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক শুভঙ্কর সরকার জানান, “খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের জন্য পুরুলিয়ার দেবেন মাহাত সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

আরও পড়ুন : হোটেল কর্মীর ছেলের চিকিৎসা খরচ ৫০ লক্ষ টাকা, দিশেহারা পরিবার! দরকার ‘আমার-আপনার’ সাহায্য

advertisement

তিনি আরও জানান, “মৃত ব্যক্তির পরিচয় এখনও অজানা। আনুমানিক বয়স প্রায় ৪০ বছর। মৃত্যুর সঠিক কারণ জানতে ইতিমধ্যে তদন্ত শুরু করা হয়েছে এবং কাশীপুর থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে।” পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, মৃতদেহের একাংশ পচে যাওয়া অবস্থায় পাওয়া গেছে। তাই ধারণা করা হচ্ছে, মৃত্যু কয়েকদিন আগের।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
ধূপগুড়িতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েও হার মানতে হল ট্রেনের ধাক্কায় আহত আরেক হাতিকে
আরও দেখুন

তবে ওই ব্যক্তি ট্রেন থেকে পড়ে মারা গিয়েছেন, নাকি এর আড়ালে অন্য কোনও রহস্য লুকিয়ে রয়েছে, সব দিকই খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় বাসিন্দা তারক মুখার্জি বলেন, “মৃতদেহের কিছু অংশ পচে যাওয়ায় আমাদের মনে হয়েছে ঘটনাটি বেশ কয়েকদিন আগের। সঠিক তদন্ত হলে আসল রহস্য সামনে আসবে।” ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ঘটনার প্রতিটি দিক গভীরভাবে তদন্ত করে দেখছে বলে জানা গেছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: রেললাইনের পাশের ঝোপে উদ্ধার পচাগলা দেহ! রহস্যের গন্ধ পাচ্ছেন অনেকে, মেলেনি নাম-পরিচয়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল