প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পাহাড়ের পাদদেশে তাঁবু খাটিয়ে রাতদিন চলছে প্রশিক্ষণ। পাহাড়ে ওঠানামার কৌশল, নিরাপত্তা ব্যবস্থা, দড়ি ব্যবহার, জরুরি পরিস্থিতিতে কীভাবে নিজেকে ও অন্যকে রক্ষা করতে হয়, সমস্ত কিছু বিষয়েই হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাহাড়ে চড়ার প্রশিক্ষণ নিতে কলকাতা থেকে আগত দশম শ্রেণির ছাত্রী জয়া সর্দার জানায়, “এই প্রথম আমি পাহাড়ে চড়ার প্রশিক্ষণ নিচ্ছি।
advertisement
আরও পড়ুন: স্ত্রীর জন্য বাঘের সঙ্গে লড়াই, চোখে চোখ রেখে জান লড়িয়ে দিলেন স্বামী! শেষে রণে ভঙ্গ, লেজ গুটিয়ে ছুট
প্রথম প্রথম একটু ভয় লাগলেও এখন খুব ভাল লাগছে। ভবিষ্যতে পাহাড়ে ওঠার সময় কোনও সমস্যায় পড়লে যাতে নিজেরাই তা সামলাতে পারি, সেই কারণেই এই প্রশিক্ষণ নেওয়া।” অন্যদিকে আসানসোল আরোহণ মাউন্টেনিয়ারিং ক্লাবের প্রশিক্ষক সুমিত চন্দ জানান, শিশু থেকে শুরু করে যুবক-যুবতী, সবাইকেই এখানে পর্বতারোহণের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বিভিন্ন ধাপে এবং বিভিন্ন কৌশলে প্রশিক্ষণার্থীদের পাহাড়ে চড়ার পদ্ধতি শেখান হয়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রশিক্ষণ দিতে গিয়ে কিছু সমস্যার কথাও তুলে ধরেন তিনি। সুমিত চন্দ বলেন, “বর্তমানে লোকালয় বাড়ার কারণে পাহাড়ের বিভিন্ন জায়গায় পাথর কাটা হচ্ছে। এর ফলে আমরা আগের মত ভাল বোল্ডার পাচ্ছি না। যেসব বোল্ডার খুব সুন্দর এবং প্রশিক্ষণের জন্য উপযোগী ছিল, সেগুলি ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে।” তবুও প্রাকৃতিক পরিবেশে শীতকালীন এই পর্বতারোহণ প্রশিক্ষণ শিবির পাহাড়প্রেমী ও নতুন পর্বতারোহীদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে।





