অভিযোগ, ১৯৫০ সালের ৬ সেপ্টেম্বর তৎকালীন কেন্দ্রীয় সরকার কুড়মি সম্প্রদায়কে ST তালিকায় অন্তর্ভুক্তি থেকে বাদ দেয়। সেই ঘটনার প্রতিবাদে আজ, ৬ সেপ্টেম্বর কালা দিবস হিসেবে পালন করা হল। পূর্বাঞ্চল আদিবাসী কুড়মি সমাজ এই কর্মসূচি পালন করে।
আরও পড়ুনঃ বিধায়কের উদ্যোগে ফের সরকারি বাস! এবার কম খরচেই ডেবরা টু ধর্মতলা, কোথা থেকে ছাড়বে?
advertisement
শনিবার কেন্দ্রীয় সরকারের বঞ্চনার অভিযোগ তুলে ব্যানার, পোস্টার হাতে নিয়ে কালা দিবস মিছিল করা হয়। পুরুলিয়া শহর জুড়ে এই মিছিল করেন তাঁরা। কুড়মিদের পুনরায় ST তালিকাভুক্ত করার দাবিতে এদিন জেলা পুলিশ সুপারের অফিসের বাইরে বিক্ষোভ দেখানো হয়।
১৯৫০ সালে আজকের দিনেই কুড়মি সম্প্রদায়কে ST তালিকায় অন্তর্ভুক্তি থেকে বাদ দেওয়া হয়েছিল বলে অভিযোগ। এরপর কেটে গিয়েছে প্রায় সাড়ে সাত দশক। আজ ফের এক ৬ সেপ্টেম্বরে কালা দিবস পালন করল পূর্বাঞ্চল আদিবাসী কুড়মি সমাজ। পুরুলিয়া শহর জুড়ে এদিন কালা দিবস মিছিল করেন তাঁরা।