TRENDING:

Purulia News: পাহাড়পুরের 'শিয়াল মোড়', হরবোলা শিল্পীর ডাক আজও কানে বাজে! রইল নামকরণের চমকে দেওয়া গল্প

Last Updated:

Purulia News: পাহাড়পুরের মানুষ আজও শ্রদ্ধা ও ভালবাসায় স্মরণ করেন তাঁদের প্রিয় হরবোলা গণেশ কর্মকারকে। তাঁর স্মৃতিতে রাস্তার নাম শিয়াল মোড়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া, শান্তনু দাস: পুরুলিয়া জেলার কাশীপুরের পাহাড়পুর গ্রামের বাসিন্দা স্বর্গীয় গণেশ কর্মকার ছিলেন এলাকার অন্যতম খ্যাতনামা হরবোলা। বিভিন্ন পশু–পাখির ডাক নিখুঁতভাবে নকল করতে পারতেন তিনি। বিশেষ করে শিয়ালের ডাক এতটাই নিখুঁতভাবে অনুকরণ করতেন যে তাঁর ডাক শুনে নাকি আসল শেয়ালও ছুটে আসত! তাঁর এই অনন্য প্রতিভায় মুগ্ধ ছিল সমগ্র পাহাড়পুরবাসী।
advertisement

প্রায় ২০ বছর আগে গণেশ কর্মকারের মৃত্যুর পর তার প্রতি শ্রদ্ধা ও ভালবাসা জানাতে গ্রামবাসীরা গ্রামের একমাত্র পাহাড়পুর মোড়ের নাম বদলে রাখেন ‘শিয়াল মোড়’। এই নাম শুধু একটি মোড়ের পরিচয় পাল্টায়নি, এটি মানুষের হৃদয়ে স্থায়ী করে দিয়েছে এক বিরল প্রতিভা শিল্পীর স্মৃতি।

আরও পড়ুন: পোস্টাল ব্যাঙ্কিং থেকে সুকন্যা, ডাক সেবায় দারুণ সাফল্য! মালদহে ২৭ পোস্টমাস্টারের হাতে বিশেষ সম্মান

advertisement

আজও কেউ যখন ‘শিয়াল মোড়’ নামটি উচ্চারণ করেন, তখন যেন অজান্তেই স্মরণ করেন সেই মানুষটিকে, যিনি নিজের শিল্প দিয়ে পুরো এলাকাকে একসময় আনন্দে ভরিয়ে তুলেছিলেন। স্বর্গীয় গণেশ কর্মকারের ছেলে শরৎ কর্মকার ও পুত্রবধূ বাসকী কর্মকার জানিয়েছেন, “এলাকাবাসী বাবার প্রতি ভালবাসা থেকে মোড়ের নাম ‘শিয়াল মোড়’ রেখেছেন, এটা তাঁদের কাছে গর্বের।”

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
ইউটিউব দেখেই শুরু...! ঘরে বসেই মাসে হাজার হাজার টাকা রোজগার করে তাক লাগাচ্ছেন এগরার মহিলা
আরও দেখুন

তাঁদের কথায়, “বাবা আজ আমাদের সঙ্গে নেই, কিন্তু এই মোড় যেন তাঁর স্মৃতি হয়ে রয়ে গিয়েছে। তিনি এতটাই নিখুঁতভাবে শিয়ালের ডাক দিতেন যে অনেকেই তাঁর আসল নাম জানতেন না। সবাই তাঁকে শিয়াল বলেই চিনতেন। তাই বাবার মৃত্যুর পর ভালবেসে এই মোড়ের নাম পরিবর্তন করে ‘শিয়াল মোড়’ রেখেছেন এলাকাবাসীরাই।” এভাবেই পাহাড়পুরের মানুষ আজও শ্রদ্ধা ও ভালবাসায় স্মরণ করেন তাঁদের প্রিয় হরবোলা গণেশ কর্মকারকে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: পাহাড়পুরের 'শিয়াল মোড়', হরবোলা শিল্পীর ডাক আজও কানে বাজে! রইল নামকরণের চমকে দেওয়া গল্প
Open in App
হোম
খবর
ফটো
লোকাল