TRENDING:

জুন মাসে একই রাস্তায় দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৯...! এবার সেই জাতীয় সড়ক নিয়ে নড়েচড়ে বসল কর্তৃপক্ষ, নিল বড় পদক্ষেপ

Last Updated:

চলতি বছরের জুন মাসের বলরামপুর ব্লকের এই রাস্তাতেই এক ভয়াবহ দু-র্ঘটনায় মৃত্যু হয়েছিল নয় জনের। একটি বোলেরো গাড়ি এবং লরির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছিল ওই নয় জন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া: বলরামপুরের নামশোল এলাকার নাম শুনলেই যেন গা শিউরে ওঠে। অ্যাক্সিডেন্টাল জোন হিসেবেই পরিচিত হয়ে গিয়েছে এই জায়গাটি। ১৮ নম্বর জাতীয় সড়কের নামশোল এলাকায় বারে বারে ঘটেই চলেছে একের পর এক দু-র্ঘটনা। দু-র্ঘটনা এড়াতে অবশেষে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করল জাতীয় সড়ক কর্তৃপক্ষ। ওই দু-র্ঘটনাপ্রবণ এলাকায় বসানো হল স্পিড ব্রেকার।
advertisement

উল্লেখ্য, চলতি বছরের জুন মাসের বলরামপুর ব্লকের এই রাস্তাতেই এক ভয়াবহ দু-র্ঘটনায় মৃত্যু হয়েছিল নয় জনের। একটি বোলেরো গাড়ি এবং লরির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছিল ওই নয় জন। স্থানীয়রা একাধিকবার স্পিড ব্রেকার বসানোর দাবি জানিয়েছিল। অবশেষে তাদের দাবি মেনে দীর্ঘ এতদিন পর স্পিড ব্রেকার বসান হল ওই এলাকায়।

আরও পড়ুন: ঐতিহ্যের কাঠের পুতুলে আসছে বিশেষ নকশা…! দেখলে চোখ ফেরানো মুশকিল, পুজোর আগেই ধামাকা দেখবে রাজ্য

advertisement

View More

যদিও স্পিড ব্রেকার বসান হলেও, পুরুলিয়ার ওই এলাকার বাসিন্দাদের একাংশের অভিযোগ গাড়ির গতি তেমন কমছে না। তাই শুধু স্পিড ব্রেকার নয়, গাড়ির গতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, প্রশাসন ও জাতীয় সড়ক কর্তৃপক্ষকে আরও সক্রিয় হতে হবে। স্থানীয়দের দাবি, অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে প্রশাসনকে, তা না হলে দুর্ঘটনা রোধ করা সম্ভব হবে না।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

বলরামপুরের নামশোল এলাকায় প্রায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটতে দেখা যাচ্ছে। এই দুর্ঘটনা রাস টানতেই জাতীয় সড়ক কর্তৃপক্ষ এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করল।‌ আগামীদিনে এর ফলে মানুষ কতটা উপকৃত হয় সেটাই এখন দেখার বিষয়।

শর্মিষ্ঠা ব্যানার্জি

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
জুন মাসে একই রাস্তায় দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৯...! এবার সেই জাতীয় সড়ক নিয়ে নড়েচড়ে বসল কর্তৃপক্ষ, নিল বড় পদক্ষেপ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল