ছোট থেকে বড়, সকলেই আগ্রহের সঙ্গে মডেলিংয়ের নানা কৌশল রপ্ত করে নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছেন। রঘুনাথপুর শহরের জন্য এটি নিঃসন্দেহে এক নতুন দিগন্তের সূচনা। মডেলিং প্রশিক্ষণে অংশ নেওয়া কলেজছাত্রী বৃষ্টি কর্মকার, প্রিয়সি পরামানিক সহ অন্যান্য শিক্ষার্থীরা জানান, “এর আগে পুরুলিয়া জেলায় সেভাবে মডেলিং শেখার কোনও সুব্যবস্থা ছিল না। জেলার মধ্যেই এমন প্রশিক্ষণ শুরু হওয়ায় আমারা অত্যন্ত খুশি। এই মডেলিং প্রশিক্ষণে আমরা নিজেদের স্বপ্ন পূরণ করতে পারব।
advertisement
আরও পড়ুন: কঠিন রোগে ‘এইসব’ গাছ কাজ করবে ম্যাজিকের মতো, হাসপাতালের সামনে বিরাট বাগান! মথুরাপুরে নতুন চমক
অন্যদিকে প্রশিক্ষণরত ছেলেমেয়েদের অভিভাবকেরাও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তারা জানান, “পড়াশোনার পাশাপাশি মডেলিংয়ের মাধ্যমে ছেলেমেয়েদের আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব ও স্মার্টনেস বৃদ্ধি পাবে।” অন্যদিকে প্রশিক্ষক রিক হাজরা বলেন, “নিজের জেলার ছেলে-মেয়েদের মডেলিংয়ের প্রশিক্ষণ দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আমি চাই পুরুলিয়া জেলার তরুণ-তরুণীরা মডেলিং ক্ষেত্রেও নিজেদের দক্ষতা প্রমাণ করুক এবং বড় মঞ্চে পৌঁছাক।” সবমিলিয়ে রঘুনাথপুর শহরের জন্য এই উদ্যোগ নিঃসন্দেহে এক নতুন অধ্যায়ের সূচনা। ভবিষ্যতে এই প্রশিক্ষণ জেলার তরুণ প্রতিভাদের জাতীয় ও আন্তর্জাতিক স্তরে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, এমনটাই আশাবাদী সকলেই।





