ফের পুনরায় কুড়মি জনজাতিকে তপশিলি তালিকাভুক্ত করার দাবিতে আগামী ২৭ অক্টোবর দিল্লির যন্তর মন্তরের সামনে ধরনা প্রদর্শনের ডাক দিয়েছে কুড়মি জনজাতি মানুষেরা। এই দিন পূর্বাঞ্চল আদিবাসী কুড়মি সমাজের পক্ষ থেকে পুরুলিয়ার ভিক্টোরিয়া স্কুল ময়দান থেকে দিল্লির রাজপথের উদ্দেশ্যে রওনা দেয় বহু মানুষ।
এ বিষয়ে পূর্বাঞ্চল আদিবাসী কুড়মি সমাজের রাজ্য সম্পাদক শুভেন্দু মাহাত বলেন , আগামী ২৭ তারিখ দিল্লীর যন্তর মন্তরের সামনে একটি ধরনা কর্মসূচি আমরা পালন করব। তিন রাজ্যের প্রতিনিধি দলের সদস্যরা আজ থেকেই দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছে। মূল একটাই দাবি লোকসভা ভোটের পূর্বে টোটেমিক কুড়মিদের তপশিলি তালিকাভুক্ত করতে হবে।
advertisement
আরও পড়ুন: জ্যোতিপ্রিয়র বাড়িতে ইডি, মিষ্টির প্যাকেট নিয়ে হাজির সব্যসাচী! তারপর ঘটল অবাক কাণ্ড
দীর্ঘদিন ধরে নানান ভাবে নিজেদের দাবি আদায়ের লড়াই চালিয়ে যাচ্ছেন কুড়মি সম্প্রদায়ের মানুষেরা। কিন্তু কোন না কোন ভাবে তাদের সেই দাবি পূরণ হয়ে উঠছে না। তাই পুনরায় তারা নিজেদের দাবি আদায়ের জন্য দিল্লির রাজপথে নামতে চলেছেন। নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে তারা সর্বোত্ত ভাবেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
আরও পড়ুন: অভাবনীয় আবিষ্কার বাঁকুড়ার অধ্যাপকের! নির্মূল হবে ডেঙ্গি
এই দিন শুধু পুরুলিয়া জেলা নয় , ভিন রাজ্য থেকেও পূর্বাঞ্চল আদিবাসী কুড়মি সমাজের নেতা-কর্মীরা , দিল্লির রাজপথের উদ্দেশ্যে রওনা দেন।
—— শর্মিষ্ঠা ব্যানার্জি