গত ২৭ ডিসেম্বর ওড়িশার ভুবনেশ্বরে অনুষ্ঠিত বিশ্বকাপে অংশগ্রহণ করেন তিনি। ১০টি দেশ থেকে ৫৭৩ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন এই প্রতিযোগিতায়। তাঁদের মধ্যে পুরুলিয়া থেকে একমাত্র রিয়া অংশগ্রহণ করেছিলেন। ১৪-১৫ বছর বালিকা বিভাগে প্রথম হন তিনি।
advertisement
বিগত দু-বছর ধরে যোগা শিখছে রিয়া। পড়াশোনার পাশাপাশি যোগার প্রতি তাঁর বিরাট আগ্রহ। বর্তমানে অষ্টম শ্রেণির ছাত্রী তিনি। বাবা পেশায় সরকারি কর্মী। পুরুলিয়ার ইরিগেশন কলোনিতে বসবাস করেন তাঁরা। ইতিপূর্বে জেলা স্তর ও রাজ্য স্তরে বিভিন্ন যোগা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তিনি। সেখানেও যথেষ্ট ভাল ফলাফল হয়েছিল। এবার সরাসরি বিশ্বকাপ জয়।
এই বিষয়ে রিয়া চক্রবর্তী জানান, বিশ্বকাপ জয় করবেন সেটা ভাবতে পারেননি। খুবই ভালো লাগছে। প্রশিক্ষকদের অনেকটাই সহযোগিতা পেয়েছেন বলে জানান এই কৃতী কন্যা। রিয়ার ট্রেনার মনোবোধ মাহাতো বলেন, খুবই হাড্ডাহাড্ডি লড়াই ছিল। ১০টি দেশের মধ্যে থেকে প্রথম স্থান অধিকার করা যথেষ্ট চ্যালেঞ্জিং। তবুও রিয়া যেভাবে নিজের দক্ষতা প্রমাণ করেছে তা প্রশংসনীয়। গোটা জেলার গর্ব সে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
রিয়ার এই সাফল্যে আনন্দে আপ্লুত পরিবারের সদস্যরা। মেয়েকে নিয়ে গর্বিত বাবা প্রণব চক্রবর্তী। আগামী দিনে মেয়েকে নিয়ে আরও বড় স্বপ্ন রয়েছে তাঁর। যোগা প্রতিযোগিতার মঞ্চ কাঁপিয়ে সকলের প্রশংসা কুড়িয়েছেন পুরুলিয়ার রিয়া। তাঁকে নিয়ে গর্বিত গোটা জঙ্গলমহল।





