TRENDING:

Purulia News: সিমলা নাকি পুরুলিয়া! আবহাওয়ার অন্য মেজাজে মানভূমের মাটিতে পর্যটকদের ঢল

Last Updated:

Purulia News: দেখে মনে হবে দার্জিলিং বা সিমলা, কিন্তু আসলে দক্ষিণবঙ্গের পুরুলিয়া!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া : আবহাওয়া দেখে বোঝার উপায় নেই। দার্জিলিং, সিমলা নাকি পুরুলিয়া। আবহাওয়ার এমন রূপ ধরতে পারবেন না আপনিও। বাংলার পর্যটন মানচিত্রের অন্যতম জায়গা পুরুলিয়া। পুরুলিয়া মানেই প্রথমেই যে জায়গাটির কথা মাথায় আসে তা হল অযোধ্যা। সারা বছরই পুরুলিয়ায় অযোধ্যা পাহাড়ে পর্যটকদের ভিড় থাকে। বিশেষ করে শীতের মরশুমে পর্যটকদের ভিড় হয় চোখে পড়ার মত। আর তাই এ-বছরও পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে ভিড় জমিয়েছেন ভ্রমণ পিপাসুরা।
advertisement

অন্যান্য বছরের তুলনায় এ-বছর পুরুলিয়ায় যেন শীতের দাপট অনেকখানি বেড়েছে। তাই স্বাভাবিকভাবেই শীতের দ্বিগুণ আনন্দ উপভোগ করছেন পর্যটকরা।গত দু-তিন দিনে পুরুলিয়ার আবহাওয়া যেন টেক্কা দিচ্ছে দার্জিলিং, কালিম্পংকেও। তাই শীতের ঘোরাঘুরিটা যেন চেটে পুটে নিচ্ছেন মানভূমে আসা পর্যটকেরা। বেশ কয়েক বছর পর এমন শীতের দাপট উপভোগ করতে পারল পুরুলিয়াবাসী।

আরও পড়ুন : পশ্চিমী ঝঞ্ঝা…! জেড স্ট্রিম উইন্ড…! আগামী ৪৮ ঘণ্টায় রাজ্যে রাজ্যে ‘কোল্ড ডে’, ‘কোল্ড ওয়েভ’! কী হবে বাংলায়? বড় আপডেট দিল IMD

advertisement

হাড় কাঁপানো শীত বললে হয়ত ভুল বলা হবে। এ যেন দার্জিলিংকেও হার মানাচ্ছে এমনটাই জানাচ্ছেন অযোধ্যা পাহাড়তলির বাসিন্দারা। ‌একেবারে দার্জিলিং এর সঙ্গে পাল্লা দিয়ে এ বছর পুরুলিয়ার তাপমাত্রার পারদ ওঠানামা করছে। দীর্ঘ অনেক বছর পর এমন শীতের আমেজ পুরুলিয়াবাসীরা উপভোগ করতে পারছেন। পাশাপাশি এই শীত উপভোগ করছেন আগত পর্যটকেরাও।

View More

পুরুলিয়ার অযোধ্যা পাহাড়কে এভাবে কুয়াশায় ঘেরা দেখে মনে হয়েছে ঠিক যেন দার্জিলিংএর মত পাহাড়ের গায়ে নেমে এসেছে মেঘ। একদিকে আবহাওয়ার খামখেয়ালীপনা অন্যদিকে অযোধ্যা পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য্য, সব মিলিয়ে পর্যটন মরশুমে এ যেন বাড়তি পাওনা পর্যটকদের কাছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: সিমলা নাকি পুরুলিয়া! আবহাওয়ার অন্য মেজাজে মানভূমের মাটিতে পর্যটকদের ঢল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল