অন্যান্য বছরের তুলনায় এ-বছর পুরুলিয়ায় যেন শীতের দাপট অনেকখানি বেড়েছে। তাই স্বাভাবিকভাবেই শীতের দ্বিগুণ আনন্দ উপভোগ করছেন পর্যটকরা।গত দু-তিন দিনে পুরুলিয়ার আবহাওয়া যেন টেক্কা দিচ্ছে দার্জিলিং, কালিম্পংকেও। তাই শীতের ঘোরাঘুরিটা যেন চেটে পুটে নিচ্ছেন মানভূমে আসা পর্যটকেরা। বেশ কয়েক বছর পর এমন শীতের দাপট উপভোগ করতে পারল পুরুলিয়াবাসী।
advertisement
হাড় কাঁপানো শীত বললে হয়ত ভুল বলা হবে। এ যেন দার্জিলিংকেও হার মানাচ্ছে এমনটাই জানাচ্ছেন অযোধ্যা পাহাড়তলির বাসিন্দারা। একেবারে দার্জিলিং এর সঙ্গে পাল্লা দিয়ে এ বছর পুরুলিয়ার তাপমাত্রার পারদ ওঠানামা করছে। দীর্ঘ অনেক বছর পর এমন শীতের আমেজ পুরুলিয়াবাসীরা উপভোগ করতে পারছেন। পাশাপাশি এই শীত উপভোগ করছেন আগত পর্যটকেরাও।
পুরুলিয়ার অযোধ্যা পাহাড়কে এভাবে কুয়াশায় ঘেরা দেখে মনে হয়েছে ঠিক যেন দার্জিলিংএর মত পাহাড়ের গায়ে নেমে এসেছে মেঘ। একদিকে আবহাওয়ার খামখেয়ালীপনা অন্যদিকে অযোধ্যা পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য্য, সব মিলিয়ে পর্যটন মরশুমে এ যেন বাড়তি পাওনা পর্যটকদের কাছে।
শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়