মামার ছেলের বিয়ে বাড়ির অনুষ্ঠানে যোগ দিতে সম্প্রতি মুম্বই থেকে পরিবারকে নিয়ে পুরুলিয়ার টামনা থানার চাঁদমারিডাঙায় মামা বাড়িতে এসেছিলেন কৌশিক বিশ্বাস। মঙ্গলবার ছেলে এবং কয়েকজন আত্মীয়কে সঙ্গে নিয়ে স্থানীয় জামবাঁধে চান করতে নামেন তাঁরা ।
জলের গভীরতা না জেনেই জলে নামায় ঘটে যায় বিপত্তি । কৌশিক বিশ্বাস এবং তার ছেলে হিমাংশু বিশ্বাস জলে ডুবে যায়৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় স্থানীয় থানায়৷ প্রায় ৩০ মিনিটের তল্লাশি অভিযানের পর বাবা ও ছেলের দেহ উদ্ধার করে বিপর্যয় মোকাবিলা দফতরের সদস্যরা।য
advertisement
দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুরুলিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিয়ের অনুষ্ঠান মিট়তে না মিটতেই মর্মান্তিক এই দুর্ঘটনায় পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
জানা গিয়েছে, গত ৩০ নভেম্বর বিয়ের অনুষ্ঠান মিটে গিয়েছিল৷ কিন্তু দীর্ঘদিন বাদে মুম্বই থেকে পুরুলিয়ার বাড়িতে আসায় বেশ কিছু দিন থেকে তার পর ফেরার কথা ছিল কৌশিকবাবুদের৷ তার আগেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা৷
