আক্রান্ত গৃহবধূ অপর্ণা মণ্ডলের বাবা উজ্জ্বল মণ্ডলের অভিযোগ, “দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিষয়ে পারিবারিক বিবাদ চলছিল মেয়ের শ্বশুরবাড়িতে। সেই বিবাদের জেরে উত্তেজিত অবস্থায় অপর্ণা মণ্ডলের ভাশুর রঞ্জিত মণ্ডল, যিনি পেশায় একজন হাইস্কুলের ক্লার্ক, হঠাৎ করেই কুড়ুল নিয়ে হামলা চালান মেয়ের উপর।
advertisement
তিনি অপর্ণার মাথায় কুড়ুল দিয়ে আঘাত করেন এবং বাম হাতের চারটি আঙুল ভেঙে দেন। রক্তাক্ত অবস্থায় অপর্ণা মেঝেতে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর মাথায় প্রায় ২২টি সেলাই পড়ে। পরবর্তীকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে তিনি সেখানেই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর, অপর্ণার ভাই গৌরাঙ্গ মণ্ডল সাঁতুড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত রঞ্জিত মণ্ডলকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, ধৃতকে বৃহস্পতিবার রঘুনাথপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তাকে জেল হেফাজতের নির্দেশ দেন। ঘটনাস্থল থেকে হামলার অস্ত্র কুড়ুলটিও উদ্ধার করেছে পুলিশ। পুরো ঘটনায় সাঁতুড়ি থানার পুলিশ তদন্ত শুরু করেছে। অন্যদিকে এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।