শুধু প্রশিক্ষণই নয়, ‘কালাঝোর রাজলক্ষ্মী গণ ছৌ-নৃত্য পার্টি’ নামে তার নিজস্ব একটি নৃত্যদলও রয়েছে, যেখানে কাশীপুরের প্রায় ২০ জন যুবক নিয়মিতভাবে ছৌ নৃত্যে অংশগ্রহণ করছেন। যারা এখন পর্যন্ত দিল্লি, পাঞ্জাব, চণ্ডীগড়, ওড়িশা, বিহার ও ঝাড়খণ্ডসহ বিভিন্ন রাজ্যে মঞ্চ কাঁপিয়ে এসেছে। তাদের অনবদ্য পরিবেশনা সর্বত্রই প্রশংসা কুড়িয়েছে।
আরও পড়ুন: কাঠের টুলের ওপরে বসেই চোখ ধাঁধানো যোগা! আট বছরের অদ্রীশের তাক লাগানো পারফরম্যান্স
advertisement
কাশীপুরের কালাঝোরের বাসিন্দা সুনীল কুমার মাহাতো বলেন, “ছোটবেলা থেকেই ছৌ নৃত্যের প্রতি আমার গভীর ভালবাসা ছিল। আমাদের পরিবার প্রায় ৭০ বছর ধরে বংশপরম্পরায় ছৌ নৃত্য পরিচালনা করে আসছে। সেই থেকেই ছৌ নৃত্য আমার কাছে কেবল পেশাই নয়, এটি আমার নেশা হিসেবেও পরিণত হয়েছে।” তিনি আরও জানান, “ভবিষ্যতে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি কী ভাবে ছৌ নৃত্যকে আরও সুদূরপ্রসারী করা যায় এবং তা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া যায়।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ছৌ শিল্পী সুনীল কুমার মাহাতোর স্বপ্ন, পুরুলিয়ার এই সমৃদ্ধ ও ঐতিহ্যবাহী ছৌ নৃত্যকে আগামী দিনে আন্তর্জাতিক মঞ্চে পৌঁছে দেওয়া। তিনি বিশ্বাস করেন, যথাযথ প্রশিক্ষণ, শ্রম এবং নিষ্ঠা থাকলে ছৌ নৃত্যের মহিমা সারা বিশ্বের দর্শকদের মন জয় করবেই।





