সেই মহাযাত্রার অংশ হিসেবেই ৪৬ দিন ধরে পথ চলার পর তিনি এসে পৌঁছেছেন পুরুলিয়ায়। গত ৬ অক্টোবর আলমোড়া থেকে এই যাত্রা শুরু করেন মনোজ। ইতিমধ্যেই তিনি কাশী, বেনারস, অযোধ্যা, বৈদ্যনাথধাম এবং বাসুকিনাথ পরিক্রমা সম্পন্ন করেছেন। পুরুলিয়া পেরিয়ে এবার তার গন্তব্য পুরীর জগন্নাথ ধাম।
আরও পড়ুন : চলন্ত অবস্থাতেই ‘লক’ স্টিয়ারিং, বেপরোয়া ইভি! ইকো পার্কের সামনে ধাক্কা পথচারীদের, হাড় হিম করা দৃশ্য
advertisement
উত্তরাখণ্ডের বাসিন্দা মনোজ পাণ্ডে জানান, “এই পদযাত্রার মধ্য দিয়ে তিনি বিভিন্ন স্কুল, কলেজ ও গ্রামে যোগ ও শরীরচর্চার বার্তা পৌঁছে দিচ্ছেন।” মনোজের কথায়, “শরীরকে ফিট রাখাই প্রতিটি মানুষে মূল লক্ষ্য হওয়া উচিত। আমাদের মানবজীবন একটি প্রয়াসের জীবন। তাই আমি জীবনে একটু অন্যরকম কিছু করতে চেয়েছি। সেই ভাবনা থেকেই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ ও চারধামের উদ্দেশ্যে তার এই পদযাত্রা।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
উল্লেখযোগ্যভাবে, মনোজ পাণ্ডে দীর্ঘদিন ধরেই তার সৃজনশীল ও উদ্বুদ্ধকারী ভাবনা সারাদেশে ছড়িয়ে দিচ্ছেন। নিজের উদ্যোগের মাধ্যমে তিনি চান, মানুষ যেন জীবনে নতুন কিছু করার অনুপ্রেরণা পায়। শরীরকে সুস্থ রাখা এবং যোগব্যায়ামকে জীবনের অংশ করে তোলার ক্ষেত্রে মনোজের এই অভিনব যাত্রা মানুষের মধ্যে ইতিমধ্যেই সচেতনতা বাড়াচ্ছে। তার প্রচেষ্টা স্মরণ করিয়ে দিচ্ছে, মানবজীবন সত্যিই একটি নিরন্তর প্রয়াসের জীবন, আর সুস্থ দেহ সেই প্রয়াসের প্রথম শর্ত।





