এই শিবিরে মূলত গবাদি পশু পালন, মুরগি চাষ, সবজি চাষ, মাশরুম চাষ মোমবাতি উৎপাদন, ধুপ তৈরি, বাঁশ ও বেতের হস্তশিল্পের নানা প্রশিক্ষণ দেওয়া হয়। এর ফলে এলাকার ছেলে-মেয়েরা কিছুটা হলেও বিকল্প রোজগারের পথ খুঁজে পাবে। এ বিষয়ে রাজ্য সরকারের প্রশিক্ষক বলেন, সারা ভারতবর্ষ জুড়ে এই ট্রেনিং চলছে। মোট ৫৮৮টি ট্রেনিং সেন্টার রয়েছে। এখানে প্রশিক্ষণ নিয়ে ছাত্র-ছাত্রীরা কিছুটা হলেও স্বনির্ভর হতে পারবে।
advertisement
আরও পড়ুন: হাতে একমাস সময়, ভোটার কার্ডের যা যা ঠিক করার সহজেই করে নিন এই জায়গায়
আরও পড়ুন: শুক্র-শনিতে নতুন খেলা! নভেম্বরেও রেহাই নেই! ফের ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ!
এই ট্রেনিং শেষ হওয়ার পর তাদের সরকারি সার্টিফিকেট দেওয়া হবে। এই প্রশিক্ষণ শিবিরে প্রশিক্ষণ নিতে পেরে খুশি মানবাজার এলাকার ছেলে-মেয়েরা। আগামী দিনে এর ফলে তাদের অনেকটাই উপকার হবে বলে মনে করছেন তারা। বর্তমানে বহু ছেলেমেয়ে চাকরির অভাবে বেকারত্বের জ্বালায় ভুগছে। সরকারের পক্ষ থেকে তাই বিকল্প রোজগারের রাস্তা দেখানো হচ্ছে। এই সমস্ত প্রশিক্ষণের ফলে আগামী দিনে বেকারত্বের সংখ্যা কিছুটা কম হবে বলে মনে করা হচ্ছে।
শর্মিষ্ঠা ব্যানার্জি





