TRENDING:

Purulia News: 'গরুখুঁটা'...! আজব উৎসবে মেতেছে পুরুলিয়া, রাঢ় বাংলার এই অদ্ভুত পরবে হয় কী?

Last Updated:

Purulia News: বাঁদনার বিনোদনে মেতেছে পুরুলিয়া , পালিত হল গরুখুঁটা!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া : লোকসংস্কৃতিতে পরিপূর্ণ জঙ্গলমহল পুরুলিয়া। ‌এই জেলার রয়েছে নানান বৈচিত্র্যপূর্ণ আচার অনুষ্ঠান। ‌ জঙ্গলমহলের এই জেলার অন্যতম পরব বাঁদনা।‌ কালীপুজোর পরেই সূচনা হয় এই পরবের। এই বাঁদনা পরব উপলক্ষে মেতে ওঠে আপামর জঙ্গলমহলবাসী। বেশ কয়েকদিন ব্যাপী চলে এই পরব। এই পরবের অন্যতম অংশ গরুখুঁটা। জেলার প্রতিটি গ্রামেই হয় এই গরুখুঁটা।
advertisement

এই উৎসবে গরুকে খুঁটোয় বেঁধে ঢোল, ধামসা বাজিয়ে অনুষ্ঠান করা হয়। এই সময় গরুর মাথায় ধানের মুকুট পরিয়ে তার গোটা শরীরে রঙ্গিন ছাপ দেওয়া হয়। জেলার অন্যান্য জায়গার পাশাপাশি ঝালদা থানার খাটঝুড়ি গ্রামের বাসিন্দারা মেতে ওঠেন গরুখুঁটা উৎসবে। ধানের ভাল ফলন ও পরের বছরে নতুন চাষে গরু কতটা শক্তিধর হয়েছে তা দেখার জন্য এই উৎসব বলে দাবি গ্রামবাসীদের।

advertisement

আরও পড়ুন: ‘আমি এতদিন চুপ ছিলাম…’ মুখ খুলেই এ কী বললেন সঞ্জয়! ১১ তারিখই ‘বড়’ বাঁক নিচ্ছে আরজি কর মামলা?

এ বিষয়ে গ্রামবাসীরা বলেন, পূর্ব পুরুষদের আমল থেকে তারা এই উৎসব পালন করে আসছেন। এটি তাদের অন্যতম পরব। গরুখুঁটায় তারা গরুর পুজো করে থাকেন। কৃষি কাজের ক্ষেত্রে গরু সমস্ত দিক থেকেই প্রয়োজন। তাই তারা গরুর পুজো করেন। এটা কৃষিজীবী মানুষদের মূল পুজো। ‌

advertisement

View More

জেলা পুরুলিয়ায় সারা বছরই নানান পরব হয়ে থাকে। তার মধ্যে অন্যতম এই বাঁদনা‌। জঙ্গলমহলের অন্যতম উৎসব এটি। ‌সারা বছরই জঙ্গলমহলবাসী এই উৎসবের অপেক্ষায় থাকেন। যারা কৃষিকাজের সঙ্গে যুক্ত তাদের কাছে এই উৎসবের অনেকখানি মাহাত্ম্য রয়েছে। তাই গোটা জঙ্গলমহলবসী অপেক্ষা করে থাকেন এই দিনগুলির।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: 'গরুখুঁটা'...! আজব উৎসবে মেতেছে পুরুলিয়া, রাঢ় বাংলার এই অদ্ভুত পরবে হয় কী?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল