এই উৎসবে গরুকে খুঁটোয় বেঁধে ঢোল, ধামসা বাজিয়ে অনুষ্ঠান করা হয়। এই সময় গরুর মাথায় ধানের মুকুট পরিয়ে তার গোটা শরীরে রঙ্গিন ছাপ দেওয়া হয়। জেলার অন্যান্য জায়গার পাশাপাশি ঝালদা থানার খাটঝুড়ি গ্রামের বাসিন্দারা মেতে ওঠেন গরুখুঁটা উৎসবে। ধানের ভাল ফলন ও পরের বছরে নতুন চাষে গরু কতটা শক্তিধর হয়েছে তা দেখার জন্য এই উৎসব বলে দাবি গ্রামবাসীদের।
advertisement
এ বিষয়ে গ্রামবাসীরা বলেন, পূর্ব পুরুষদের আমল থেকে তারা এই উৎসব পালন করে আসছেন। এটি তাদের অন্যতম পরব। গরুখুঁটায় তারা গরুর পুজো করে থাকেন। কৃষি কাজের ক্ষেত্রে গরু সমস্ত দিক থেকেই প্রয়োজন। তাই তারা গরুর পুজো করেন। এটা কৃষিজীবী মানুষদের মূল পুজো।
জেলা পুরুলিয়ায় সারা বছরই নানান পরব হয়ে থাকে। তার মধ্যে অন্যতম এই বাঁদনা। জঙ্গলমহলের অন্যতম উৎসব এটি। সারা বছরই জঙ্গলমহলবাসী এই উৎসবের অপেক্ষায় থাকেন। যারা কৃষিকাজের সঙ্গে যুক্ত তাদের কাছে এই উৎসবের অনেকখানি মাহাত্ম্য রয়েছে। তাই গোটা জঙ্গলমহলবসী অপেক্ষা করে থাকেন এই দিনগুলির।
শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়