এ বিষয়ে গ্রামবাসীরা জানান , কোনও রকমে সংসার চলে তাদের। মাটির বাড়ির বিভিন্ন জায়গা থেকে জল পড়ে। ঝড় বৃষ্টির দিনে তাদের মাথা গোঁজার জায়গা থাকে না। কখনও হরি মন্দিরে তো কখনও আবার লোকের বাড়িতে আশ্রয় নিতে হয় তাদের। তাদের অবস্থা এত করুন থাকা সত্ত্বেও তারা বাড়ি পাওয়া থেকে বঞ্চিত। তাদের যাতে বাড়ির ব্যবস্থা হয় সেই আবেদন রেখেছেন তারা।
advertisement
আরও পড়ুন: ‘আজব’ এক স্টেশন আছে এই পশ্চিমবঙ্গে! নোয়াদার ঢাল-স্টেশনের গল্প আপনাকে তাজ্জব করে দেবে
এ বিষয়ে গ্রাম সিন্দ্ররি গ্ৰামপঞ্চায়েত প্রধান দ্বিজেন্দ্রনাথ মাহাতো বলেন , ২০১৮-১৯ এর সার্ভে তালিকায় সিন্দ্ররি গ্রাম পঞ্চায়েত এলাকার ২৬৬৫ জনের নাম থাকলেও নতুন তালিকায় নাম এসেছে ১২০০ জনের। ওই তালিকা থেকে বাদ পড়েছে ১৪৬৫ জন মানুষ। সেই সময় এই পঞ্চায়েতের দায়িত্বে যারা ছিলেন সম্ভবত তারা সঠিক তথ্য প্রদান করেননি সেই কারণে যারা যারা বাড়ি পাওয়ার যোগ্য তারা বাড়ি পাচ্ছে না বার বার তারা বঞ্চিত হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনার চেষ্টা করছি।
গরিব অসহায় দুঃস্থ মানুষদের জন্য সরকারের আবাস যোজনা প্রকল্প। কিন্তু বাস্তবে আজও বহু মানুষ এই প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছে। যারা প্রকৃতপক্ষে বাড়ি পাওয়ার যোগ্য তারা পাচ্ছে না। আর তাতেই অসহায় ভাবে দিন কাটছে তাদের। পুরুলিয়ার এই গ্রাম পঞ্চায়েত এলাকার গ্রামগুলি যাতে দ্রুত এই সমস্যা থেকে মুক্তি পায় তারই অপেক্ষায় গ্রামবাসীরা।
— শর্মিষ্ঠা ব্যানার্জি





