দোরগোড়ায় দুর্গাপুজো। হাতে আর একমাসও বাকি নেই। পশ্চিমবঙ্গে বারো মাসে তেরো পার্বণ হলেও রাজ্যের সবচেয়ে বড় উৎসব হল দুর্গাপুজো। তাই পুজোর সময়ে যাতে নিরাপত্তাজনিত কোনরকম সমস্যা না হয় তার জন্যে তৎপর হচ্ছে বিভিন্ন জেলা। পুজোর আগে সিসিটিভির নজরে পুরুলিয়া জেলার ২৩টি থানার এলাকা।
advertisement
জেলা জুড়ে ৪৬৯টি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। ২৪×৭ নজরদারি চালানো হবে জেলা কন্ট্রোল রুম থেকে। জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা, গ্রাম ও শহরের গুরুত্বপূর্ণ জায়গা, সীমান্তবর্তী এলাকাতেও থাকছে নজরদারি। পুরো বিষয়টি মনিটরিং করা হবে জেলা পুলিশ সুপারের অফিস চত্বরের কন্ট্রোল রুম থেকে।
সোমবার পুলিশ দিবস উপলক্ষে অত্যাধুনিক সিসিটিভি কন্ট্রোল রুমের উদ্বোধন করলেন জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার অন্যান্য পুলিশ আধিকারিকরাও। জেলা পুলিশ সুপার জানান, এই নজরদারির ফলে অপরাধ নিয়ন্ত্রণে বা অপরাধের পথ তদন্তে পুলিশকে সাহায্য করবে এই বিশেষ কন্ট্রোল রুম। একই সঙ্গে ট্রাফিক সমস্যার সমাধানও হবে।