পুরুলিয়া পুরসভার উদ্যোগের ফলে আগের থেকে অনেকখানি পরিষ্কার হয়েছে সাহেব বাঁধ। ফলে এখানে মাছের সংখ্যা আবার বৃদ্ধি পেয়েছে। তাই অনেকেই লুকিয়ে চুরিয়ে মাছ ধরা শুরু করেছে। এতে ক্ষতির মুখে পড়তে চলেছে দায়িত্বপ্রাপ্ত মাছ উৎপাদক গোষ্ঠী। কারণ তারা এই সাহেব বাঁধের টেন্ডার নিয়েছে। আগামী দিনে মাছের প্রোডাকশন বৃদ্ধি করে কিছুটা লাভের আশায় আছে। কিন্তু যে হারে মাছ চুরি হচ্ছে তাতে সেই আশা পূরণ হওয়া বেশ কঠিন। আর তাই মাছ চুরি রুখতে পদক্ষেপ করেছে পুরুলিয়া পুরসভা।
advertisement
আরও পড়ুন: পাঁশকুড়া ফুল বাজারের হাল ফেরানোর উদ্যোগ
সাহেব বাঁধের চারিদিকে লাগানো হয়েছে পোস্টার। সেই পোস্টারে লেখা রয়েছে, সাহেব বাঁধ থেকে মাছ চুরি করলে জরিমানা দিতে হবে। বাড়ানো হয়েছে নজরদারি। এই বিষয়ে পুরুলিয়ার পুরপ্রধান নব্যেন্দু মাহালি বলেন, ফিস প্রোডাকশন গ্রুপ বেশ কিছু পরিকল্পনা নিয়ে সাহেব বাঁধের টেন্ডার নিয়েছে। সেই কারণেই পুরসভা থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বেআইনিভাবে সাহেব বাঁধ থেকে মাছ ধরা যাবে না। তা না হলে জরিমানা দিতে হবে।
যাতে সাহেব বাঁধে মাছ চুরি বন্ধ করা যায় সেই কারণেই এই উদ্যোগ নিয়েছে পুরসভা। পুরুলিয়া পুরসভার পক্ষ থেকে সাহেব বাঁধের চারিদিকে লাগানো হয়েছে ব্যানার। সেখানে স্পষ্টভাবে মা চুরির বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এরপরেও যদি মানুষ সচেতন না হয় কড়া পদক্ষেপ গ্রহণ করবে পুরুলিয়া পুরসভা।
শর্মিষ্ঠা ব্যানার্জি