Monkey Scare in Purulia: লাঠি ছাড়া বাড়ির বাইরে বেরোনো দায়। রীতিমত নাজেহাল গ্রামবাসীদের জীবন। পুরুলিয়ার আড়ষা ব্লকের তুমবাঝালদা ও বামুনডিহা গ্রামে দলছুট হনুমানের তাণ্ডব। ইতিমধ্যেই ওই হনুমানের কামড়ে আহত ১০ থেকে ১২ জন গ্রামবাসী।
আড়ষা, পুরুলিয়া শর্মিষ্ঠা ব্যানার্জি: হনুমানের তাণ্ডবে অতিষ্ঠ পুরুলিয়ার দুই গ্রাম। আতঙ্কে রাতের ঘুম উড়েছে। লাঠি ছাড়া বাড়ির বাইরে বেরোনো দায় হয়ে পড়ছে গ্রামবাসীদের। রীতিমত নাজেহাল গ্রামবাসীদের জীবন। ঘটনা পুরুলিয়ার আড়ষা ব্লকের তুমবাঝালদা ও বামুনডিহা গ্রামের। বিগত বেশ কিছুদিন ধরে একটি দলছুট হনুমান দুই গ্রামে রীতিমত তাণ্ডব চালাচ্ছে। ইতিমধ্যেই ওই হনুমানের কামড়ে আহত ১০ থেকে ১২ জন গ্রামবাসী।
advertisement
বনদফতর সূত্রে খবর, তাদের মধ্যে ৪ জন গুরুতর আহত হয়ে আড়ষা গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। গ্রামবাসীদের পক্ষ থেকে জানা গিয়েছে, এই হনুমানটি বিশেষ করে শিশু ও বৃদ্ধদের উপর আক্রমণ করছে। তাই তারা ঘর থেকে বেরোলেই হাতে লাঠি বা লোহার রড নিয়ে বেরোচ্ছেন।
গ্রামের মহিলারা জল আনতে গেলে বা রান্নাঘরে কাজ করতে গেলে সঙ্গে লাঠি রাখছেন। কোনও কারণ ছাড়াই হনুমানটি তাদের উপর আক্রমণ করছে। আড়ষা বনবিভাগের কর্মীরা খাঁচা ও জাল বসিয়ে হনুমানটিকে ধরার চেষ্টা করলেও তা এখনও পর্যন্ত সফল হয়নি। তবুও তারা সর্বত্র নজরদারি রেখেছেন বলে জানা গিয়েছে আড়ষা বনদফতর সূত্রে।
নতুন করে আর কোনও আক্রমণের খবর নেই বলে জানিয়েছেন আড়ষা বনবিভাগের এক আধিকারিক। প্রশাসনের পক্ষ থেকে গ্রামবাসীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আতঙ্কের পরিবেশ রয়েছে গ্রামগুলিতে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷