তারপরেই ওই মহিলাকে তার পরিচয় সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হলে, কোনও সদুত্তর দিতে না পারলে সন্দেহ হয় পুলিশের। নিয়ে আসা হয় মানবাজার থানায়। সেখানেও পরিচয় সম্পর্কে পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করলে নিজের নাম, পরিচয় কিছুই বলতে চাননি ওই মহিলা। অবশেষে মানবাজার থানার পুলিশ ওই মহিলাকে তুলে দেয় পুরুলিয়ার একটি বেসরকারি হোমে।
আরও পড়ুন : চারিদিক থেকে জল ঢুকছে! বাটির মত ডুবে যাচ্ছে ঘাটাল, দায় কার?
advertisement
মানবাজার থানার পুলিশ সূত্রে জানা যায়, বর্তমানে ওই মহিলা সম্পূর্ণ নিরাপদে রয়েছেন। পুরুলিয়ার একটি হোমে পাঠান হয়েছে তাঁকে। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, তাঁর পরিচয় সম্পর্কে এখনও কিছুই জানা যায়নি। তাঁকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হলেও তার পরিচয় সম্পর্কে কিছুই বলতে চাননি তিনি।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অন্যদিকে বেসরকারি ওই হোমের সভাপতি সুজিত সুলতানিয়া জানান, “মানবাজার থানার পুলিশ আমাদের হাতে তুলে দিয়েছেন একজন মহিলাকে। হোমে আসার পর ওই মহিলা পুরোপুরিভাবে নিজের পরিচয় সম্পর্কে আমাদের না জানালেও, আমরা আশা করছি খুব শীঘ্রই তিনি তার পরিচয় সম্পর্কে জানাবেন। আমরাও চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব তাঁর পরিবারের হাতে তাঁকে তুলে দেওয়ার।”