TRENDING:

বাজারে হাঁসের ছড়াছড়ি, ক্রেতাদের লম্বা লাইন! হঠাৎ তুঙ্গে চাহিদা, কারণ জানলে চমকে যাবেন

Last Updated:

মনসা পুজোর প্রধান নৈবেদ্য হাঁস। তাই রেকর্ড করেছে হাঁস বিক্রি , বিকচ্ছে ১৫০ থেকে ৩০০ টাকা প্রতি পিস হিসাবে!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঝালদা, পুরুলিয়া , শর্মিষ্ঠা ব্যানার্জি : জঙ্গলমহলের ঐতিহ্যবাহী পুজোগুলির মধ্যে অন্যতম মনসা পুজো। জেলা জুড়ে সবাই মেতে উঠেছেন মনসা পুজোর আনন্দে। এই পুজোয় প্রধান নৈবেদ্য হাঁস। এই নৈবিদ্য ছাড়া অসম্পূর্ণ মনসা পুজো। তাই এই পুজোয় প্রতিবছরই ব্যাপক হরে হাঁস বিক্রি হয়ে থাকে। অন্যান্য বছরগুলির তুলনায় এ-বছর হাঁস বিক্রির মাত্রা অনেকটাই বেশি রয়েছে জেলায়। রেকর্ড সংখ্যক হাঁস বিক্রি হয়েছে এবছর।
advertisement

১৫০ টাকা থেকে ৩৫০ টাকা প্রতি পিস হিসাবে হাঁস বিক্রি হতে দেখা যাচ্ছে। ক্রেতাদের ভিড় ছিল দেখার মত। শহর কিংবা গ্রাম প্রতিটি বাজারেই ব্যাপক হারে হাঁস বিক্রি হতে দেখা যায়। এ বিষয়ে বাজারে আসা ক্রেতারা বলেন , মনসা পুজো পুরুলিয়া তথা মানভূমের এক বিশেষ ঐতিহ্যবাহী উৎসব। জেলার প্রায় প্রতিটি বাড়িতেই এই পুজো হয়। পুজোয় হাঁস অর্পণ করার রীতি প্রচলিত আছে।

advertisement

আরও পড়ুন : জমা জলে ভেসে যাওয়ার দিন এবার অতীত! মহেশতলায় নিকাশি ব্যবস্থার আমূল বদল

এই প্রথা পূর্বপুরুষদের সময় থেকে চলে আসছে। কেউ মূর্তি স্থাপন করে পুজো করেন, কেউ ঘট পুজো করেন। এই পুজোর আলাদাই মাধুর্য রয়েছে জেলা জুড়ে। পুজোর প্রায় দু’সপ্তাহ আগে থেকে বাজার ও হাটে বেচাকেনা শুরু হয় হাঁসের। এ বারও তার ব্যতিক্রম হয়নি।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
অন্ধকারে ঢেকে যায় গোটা গ্রাম, দাউদাউ করে জ্বলে মশাল, তারপরই বেরয় বড়মা-ছোটমা সঙ্গে ভৈরব
আরও দেখুন

পুরুলিয়া শহর, ঝালদা, বলরামপুর, মানবাজার ছাড়িয়ে হুড়া, রঘুনাথপুর- সব জায়গাতেই হাটে–বাজারে চলেছে হাঁসের বিকিকিনি। এ বার আমদানি ভাল হওয়ায় হাঁসের দামও নাগালের মধ্যে ছিল। প্রায় লক্ষাধিক টাকার হাঁস বিক্রি হয়েছে এবছর, এমনটাই জানিয়েছেন বিক্রেতারা। অন্যদিকে চাহিদা মত হাঁস পাওয়ার ফলে খুশির হাওয়া ক্রেতাদের মধ্যেও। সবমিলিয়ে পুরুলিয়ার একটা বড় অংশ পুজোর আনন্দে মেতে উঠেছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বাজারে হাঁসের ছড়াছড়ি, ক্রেতাদের লম্বা লাইন! হঠাৎ তুঙ্গে চাহিদা, কারণ জানলে চমকে যাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল