১৫০ টাকা থেকে ৩৫০ টাকা প্রতি পিস হিসাবে হাঁস বিক্রি হতে দেখা যাচ্ছে। ক্রেতাদের ভিড় ছিল দেখার মত। শহর কিংবা গ্রাম প্রতিটি বাজারেই ব্যাপক হারে হাঁস বিক্রি হতে দেখা যায়। এ বিষয়ে বাজারে আসা ক্রেতারা বলেন , মনসা পুজো পুরুলিয়া তথা মানভূমের এক বিশেষ ঐতিহ্যবাহী উৎসব। জেলার প্রায় প্রতিটি বাড়িতেই এই পুজো হয়। পুজোয় হাঁস অর্পণ করার রীতি প্রচলিত আছে।
advertisement
আরও পড়ুন : জমা জলে ভেসে যাওয়ার দিন এবার অতীত! মহেশতলায় নিকাশি ব্যবস্থার আমূল বদল
এই প্রথা পূর্বপুরুষদের সময় থেকে চলে আসছে। কেউ মূর্তি স্থাপন করে পুজো করেন, কেউ ঘট পুজো করেন। এই পুজোর আলাদাই মাধুর্য রয়েছে জেলা জুড়ে। পুজোর প্রায় দু’সপ্তাহ আগে থেকে বাজার ও হাটে বেচাকেনা শুরু হয় হাঁসের। এ বারও তার ব্যতিক্রম হয়নি।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুরুলিয়া শহর, ঝালদা, বলরামপুর, মানবাজার ছাড়িয়ে হুড়া, রঘুনাথপুর- সব জায়গাতেই হাটে–বাজারে চলেছে হাঁসের বিকিকিনি। এ বার আমদানি ভাল হওয়ায় হাঁসের দামও নাগালের মধ্যে ছিল। প্রায় লক্ষাধিক টাকার হাঁস বিক্রি হয়েছে এবছর, এমনটাই জানিয়েছেন বিক্রেতারা। অন্যদিকে চাহিদা মত হাঁস পাওয়ার ফলে খুশির হাওয়া ক্রেতাদের মধ্যেও। সবমিলিয়ে পুরুলিয়ার একটা বড় অংশ পুজোর আনন্দে মেতে উঠেছে।