আয়ুষ্মান জানায়, বাড়ির পাশেই থাকা পালপাড়ায় মৃৎ শিল্পীদের প্রতিমা তৈরির কাজ দেখে তারও ইচ্ছে জাগে নিজের হাতে প্রতিমা বানানোর। সেই আগ্রহ থেকেই শুরু হয় তার এই সৃজনযাত্রা। প্রায় তিন দিনের শ্রমে ‘প্লাস্টার অফ প্যারিস’ দিয়ে সে গড়ে তোলে এই কালী প্রতিমা। তবে এটি তার প্রথম সৃষ্টি নয়, এর আগেও দুর্গাপুজোর সময় সে নিজ হাতে মাটি দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করেছিল। ছোট থেকেই ছবি আঁকার প্রতি গভীর অনুরাগ আয়ুষ্মানের। পড়াশোনার ফাঁকেই সে ছবি আঁকে, রঙ নিয়ে খেলে, আর সেখান থেকেই জন্ম নেয় আয়ুষ্মানের নতুন নতুন সৃষ্টির ভাবনা।
advertisement
আরও পড়ুনঃ সাবধান! অল্প বয়সী যুবকের মাথায় ধুরন্ধর বুদ্ধি! যেভাবে লুঠ করলেন নিরীহ মহিলাদের ভাবতে পারেনি কেউ
আয়ুষ্মানের মা পায়েল দত্ত বলেন, ‘বর্তমানে যেখানে অনেক শিশুই মোবাইল ও গেমসের প্রতি আসক্ত, সেখানে আয়ুষ্মান মোবাইলের মাধ্যমেই নিজের প্রতিভা বিকাশের চিন্তা করে, সেটাই আমাদের সবচেয়ে অবাক করে। ছোটবেলা থেকেই সে ছবি আঁকতে ভালবাসে, আর এখন সেই ভালবাসাই তাকে প্রতিমা গড়ার অনুপ্রেরণা দিচ্ছে’।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আয়ুষ্মানের নিষ্ঠা, পরিশ্রম ও সৃজনশীলতা সত্যিই প্রশংসনীয় ও অনুপ্রেরণাদায়ক। বর্তমান যুগে যেখানে অনেক শিশু মোবাইল ও গেমসের প্রতি আসক্ত হয়ে পড়েছে, সেখানে আয়ুষ্মান মোবাইলের মাধ্যমেই নিজের প্রতিভা বিকাশের পথে এগিয়ে যাচ্ছে।