TRENDING:

Purulia: মাত্র ১১ বছর বয়সে অনবদ্য কীর্তি! পুরুলিয়ার খুদে শিল্পী আয়ুষ্মান 'বিশেষ জিনিস' দিয়ে গড়েছে মা কালীর প্রতিমা, পুজো পাচ্ছে ঠাকুরঘরে

Last Updated:

Kali Idol: বর্তমান যুগে শিশুরা মোবাইল ফোন কিংবা গেমসের প্রতি আসক্ত। সেখানে পুরুলিয়ার আয়ুষ্মান মোবাইলের মাধ্যমেই নিজের প্রতিভা বিকাশের পথে এগিয়ে যাচ্ছে। ষষ্ঠ শ্রেণির পড়ুয়া 'প্লাস্টার অফ প্যারিস' দিয়ে এক ফুট উচ্চতার এক অনবদ্য কালী প্রতিমা গড়ে তাক লাগিয়েছে সকলকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া, শান্তনু দাস: পুরুলিয়া জেলার কাশীপুরের ১১ বছর বয়সী ষষ্ঠ শ্রেণির ছাত্র আয়ুষ্মান দত্ত। নিজের সৃজনশীলতায় এবার মুগ্ধ করল সকলকে। ‘প্লাস্টার অফ প্যারিস’ দিয়ে মাত্র এক ফুট উচ্চতার এক অনবদ্য কালী প্রতিমা তৈরি করে সে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করল। শুধু তাই নয় নিজের হাতে গড়া সেই প্রতিমাকে আবার নিজের বাড়ির ঠাকুরঘরে সাজিয়ে তুলেছে উৎসবমুখর এক পরিবেশে। প্রতিমার নিখুঁত কারুকাজ, সূক্ষ্ম রঙের ব্যবহার এবং আয়ুষ্মানের নিষ্ঠা ও ভক্তি, সব মিলিয়ে তার এই সৃষ্টি সত্যিই অবাক করেছে সকলকে। পরিবারের সদস্যরাও আয়ুষ্মানের প্রতিভা দেখে গর্বিত ও আনন্দিত।
advertisement

আয়ুষ্মান জানায়, বাড়ির পাশেই থাকা পালপাড়ায় মৃৎ শিল্পীদের প্রতিমা তৈরির কাজ দেখে তারও ইচ্ছে জাগে নিজের হাতে প্রতিমা বানানোর। সেই আগ্রহ থেকেই শুরু হয় তার এই সৃজনযাত্রা। প্রায় তিন দিনের শ্রমে ‘প্লাস্টার অফ প্যারিস’ দিয়ে সে গড়ে তোলে এই কালী প্রতিমা। তবে এটি তার প্রথম সৃষ্টি নয়, এর আগেও দুর্গাপুজোর সময় সে নিজ হাতে মাটি দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করেছিল। ছোট থেকেই ছবি আঁকার প্রতি গভীর অনুরাগ আয়ুষ্মানের। পড়াশোনার ফাঁকেই সে ছবি আঁকে, রঙ নিয়ে খেলে, আর সেখান থেকেই জন্ম নেয় আয়ুষ্মানের নতুন নতুন সৃষ্টির ভাবনা।

advertisement

আরও পড়ুনঃ সাবধান! অল্প বয়সী যুবকের মাথায় ধুরন্ধর বুদ্ধি! যেভাবে লুঠ করলেন নিরীহ মহিলাদের ভাবতে পারেনি কেউ

আয়ুষ্মানের মা পায়েল দত্ত বলেন, ‘বর্তমানে যেখানে অনেক শিশুই মোবাইল ও গেমসের প্রতি আসক্ত, সেখানে আয়ুষ্মান মোবাইলের মাধ্যমেই নিজের প্রতিভা বিকাশের চিন্তা করে, সেটাই আমাদের সবচেয়ে অবাক করে। ছোটবেলা থেকেই সে ছবি আঁকতে ভালবাসে, আর এখন সেই ভালবাসাই তাকে প্রতিমা গড়ার অনুপ্রেরণা দিচ্ছে’।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

আয়ুষ্মানের নিষ্ঠা, পরিশ্রম ও সৃজনশীলতা সত্যিই প্রশংসনীয় ও অনুপ্রেরণাদায়ক। বর্তমান যুগে যেখানে অনেক শিশু মোবাইল ও গেমসের প্রতি আসক্ত হয়ে পড়েছে, সেখানে আয়ুষ্মান মোবাইলের মাধ্যমেই নিজের প্রতিভা বিকাশের পথে এগিয়ে যাচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia: মাত্র ১১ বছর বয়সে অনবদ্য কীর্তি! পুরুলিয়ার খুদে শিল্পী আয়ুষ্মান 'বিশেষ জিনিস' দিয়ে গড়েছে মা কালীর প্রতিমা, পুজো পাচ্ছে ঠাকুরঘরে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল