রাজকন্যা মহেশ্বরী দেবীর জ্যেষ্ঠপুত্র অনশুল রাজাওয়াতের সহধর্মিণী ভিরাঙ্গিনী রাজাওয়াতের অকালপ্রয়াণের কারণে এই বছর রাজবাড়িতে দুর্গাপুজোর আয়োজন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যান্য বছর পুজোর সময় রাজবাড়ির আনাচেকানাচে উৎসবের আবহ দেখা যেত, সেখানে আজ শুধুই শোকের ছায়া।
আরও পড়ুনঃ এটিএম প্রতারণার নতুন ছক! কার্ড অদলবদল করে টাকা লোপাট! কীভাবে ফাঁদ পাতছে শুনলে চমকে উঠবেন
advertisement
জানা যাচ্ছে, ৪৮ বছর বয়সী ভিরাঙ্গিনীদেবী দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। গত ১৬ সেপ্টেম্বর দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
রাজকন্যা মহেশ্বরী দেবীর জ্যেষ্ঠপুত্র অনশুল রাজাওয়াত জানান, “আজ থেকে ৫৩ বছর আগে, ১৯৭২ সালে পঞ্চকোট রাজবংশের শেষ রাজা ভুবনেশ্বরী প্রসাদ সিং দেওয়ের মৃত্যুতে রাজবাড়ির দুর্গাপুজো একবার বন্ধ রাখা হয়েছিল। ৫৩ বছর পর আমার স্ত্রীর অকালপ্রয়াণ আমাদের আবারও শতাব্দী প্রাচীন এই পুজো বন্ধ রাখতে বাধ্য করল। এটি আমাদের পরিবারের জন্য অত্যন্ত বেদনাদায়ক মুহূর্ত।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কাশীপুর রাজবাড়ির দুর্গাপুজো কেবলমাত্র একটি পারিবারিক পুজো নয়, এটি পুরুলিয়ার সংস্কৃতির একটি অঙ্গ। প্রতিবছর অগণিত মানুষ এই পুজোর টানে রাজবাড়িতে ভিড় করেন। সানাইয়ের সুরে, ঢাকের তালে ও রাজকীয় আড়ম্বরপূর্ণ আয়োজনে মেতে ওঠেন সকলেই। কিন্তু এই বছর সেই চেনা দৃশ্যপট বদলে গেল। সাজসজ্জাহীন প্রাসাদ চত্বরে এবার শুধুই শোকের নিস্তব্ধতা ও অতীতের স্মৃতির গন্ধ। এই বছর দেবীর আরাধনায় বাজবে না ঢাক, দেবীর আরতিতে মুখর হবে না রাজবাড়ির আঙিনা। থাকবে কেবল অপূরণীয় এক শূন্যতা ও সর্বত্র ছড়িয়ে থাকবে বিরহের গভীর সুর।