মেয়েদের মধ্যে হেভিওয়েট বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন উমা মাহাতো এবং ক্যারাটে চ্যাম্পিয়নের শিরোপা জিতেছেন লক্ষী পরামানিক। এছাড়াও এজ বিভাগে ফাইটে অমৃতা টুডু দ্বিতীয় স্থান অধিকার করেছেন এবং লাইট ওয়েটে ফাইট বিভাগে ইন্দ্রা সেন তৃতীয় হয়েছেন। তবে শুধু মেয়েরা নয়, ছেলেরাও এই প্রতিযোগিতায় সমানভাবে সাফল্যের ছাপ রেখেছেন।
আরও পড়ুন : রঙ বদলায় চোখের পলকে, কিন্তু আজ বিরল! বহু বছর পর ক্যামেলিয়ন উদ্ধার চন্দ্রকোনায়
advertisement
ছেলেদের মধ্যে হেভি ওয়েট বিভাগে বিবেক শেঠ ও লাইট ওয়েটে এমডি শাহবাজ চ্যাম্পিয়ন হয়েছেন। পাশাপাশি হেভি ওয়েটে সুরজিৎ পরামানিক এবং লাইট ওয়েটে দয়াময় কর্মকার তৃতীয় স্থান অর্জন করেছেন। প্রত্যন্ত গ্রামের এই তরুণ প্রতিযোগীদের সাফল্যে আনন্দের হাওয়া বইছে পুরুলিয়া জেলা জুড়ে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মার্শাল আর্ট প্রশিক্ষক মোহম্মদ তাজউদ্দিন জানান, সীমিত সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও এই ছেলেমেয়েদের অধ্যবসায় ও কঠোর পরিশ্রমই তাদের এই সাফল্যের চাবিকাঠি। তাদের এই সাফল্যে আনন্দে ভাসছে কিউকিশিন কেনবুকাই স্কুল অফ মার্শাল আর্টের সমস্ত পরিবার। পুরুলিয়ার এই তরুণ প্রতিযোগীদের অসাধারণ সাফল্য জেলার অন্যান্য যুবক ও যুবতীদের মধ্যেও নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।





