TRENDING:

স্কুল তো নয়, যেন সহজ পাঠের মলাট, ভাইরাল মালতি মুর্মুর জেলায় অন্য চিত্র! না দেখলে বিশ্বাস হবে না

Last Updated:

রং-তুলির আঁচড়ে বদলে গেছে পুরো প্রাথমিক বিদ্যালয়। স্কুলের দেওয়াল জুড়ে আঁকা রংবেরঙের ছবি। দেওয়ালে দেওয়ালে বাংলা-ইংরেজি বর্ণ। স্কুলের চারিদিকে বিভিন্ন মনীষীর ছবি ও বাণী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া, শান্তনু দাস: স্কুল চত্বর নাকি সহজ পাঠের মলাট, দেখে বোঝার উপায় নেই! রং-তুলির আঁচড়ে বদলে গেছে পুরো প্রাথমিক বিদ্যালয়। স্কুলের দেওয়াল জুড়ে আঁকা রংবেরঙের বিভিন্ন ছবি। দেওয়ালে দেওয়ালে বাংলা-ইংরেজি বর্ণ। ওয়াল পেইন্টিংয়ে ফুটে উঠেছে বিভিন্ন দিবসের তারিখ। স্কুলের চারিদিকে বিভিন্ন মনীষীর ছবি ও বাণী। এছাড়াও প্রতিটি শ্রেণীকক্ষে রং-তুলি দিয়ে আঁকা হয়েছে ভারতের মানচিত্র ও গুণীজনের প্রতিকৃতি। স্কুলের চারিদিকের দেওয়ালে লেখা শিক্ষামূলক নানা নীতিবাক্য। এক প্রাণবন্ত পরিবেশ ফুটে উঠেছে গোটা স্কুল জুড়ে। সুন্দর ও রুচিশীল পঠনপাঠনের পরিবেশ গড়ে তুলতে এমনই অভিনব পদক্ষেপ নিয়েছে পুরুলিয়া জেলার কাশীপুর বোর্ড বালিকা প্রাথমিক বিদ্যালয়।
advertisement

পড়ুয়াদের স্কুলমুখী করতেই মূলত এমন অভিনব পদ্ধতিতে শিক্ষাঙ্গনকে নিজেদের উদ্যোগে সাজিয়ে তুলেছেন কাশীপুর বোর্ড বালিকা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। স্কুলের দেওয়ালে সভা পাচ্ছে পুরুলিয়ার ঐতিহ্যবাহী ছৌ নৃত্যের ছবিও। রং-তুলির আঁচড়ে বদলে যাওয়া এই প্রাথমিক বিদ্যালয় এখন পুরুলিয়া জেলার এক অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে।

আরও পড়ুন: বিরাট চমক, চাকচিক্যের বাইরে ইতিহাসের জীবন্ত দলিল! হাতের কাছেই পুজোয় ঘুরতে যাওয়ার পারফেক্ট স্পট, না জানলে মিস

advertisement

View More

অন্যদিকে পুরুলিয়ার ওই স্কুলের আকর্ষণকে আরও বাড়িয়ে তুলেছে, স্কুল চত্বরে থাকা গাছে তৃষ্ণার্ত পাখিদের জন্য পানীয় জলের ব্যবস্থার আরও একটি অভিনব উদ্যোগ। বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামকে জানার জন্য ক্লাসরুমের নাম দেওয়া হয়েছে রবীন্দ্র ভবন ও নজরুল ভবন। এছাড়াও ভারতের বিভিন্ন মনীষী ও বীর সেনানীদের ছবি ও ইতিহাস তুলে ধরা হয়েছে রঙিন চিত্রে। স্কুলের দেওয়ালের বিভিন্ন প্রান্তে বার্তা দেওয়া হয়েছে স্বচ্ছতারও। স্কুলে রয়েছে শিশুদের ওজন মাপার যন্ত্র ও উচ্চতা মাপার চিত্রাঙ্কন। বয়সের সঙ্গে তাদের শারীরিক বৃদ্ধি ও ওজন ঠিক আছে কী না তা পরীক্ষা করে দেখে পড়ুয়ারাই।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

স্কুলের সহকারী শিক্ষক নন্দদুলাল গোস্বামী বলেন, “স্কুলের পড়ুয়াদের কাছে প্রাথমিক বিদ্যালয় যতটা না পড়ার তার চেয়ে বেশি শেখার জন্য। তাই শুধুমাত্র বই ভিত্তিক পড়াশোনাটাকে সীমাবদ্ধ না রেখে স্কুলের দেওয়ালেও চিত্র অঙ্কনের মধ্য দিয়ে সেগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে। যার ফলে সেগুলো দেখে ক্ষুদে পড়ুয়ারা অনেক কিছুই শিখতে পারছে।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সবকিছু মিলিয়ে কাশীপুর বোর্ড বালিকা প্রাথমিক বিদ্যালয়ের পরিবেশ এখন ক্ষুদে পড়ুয়াদের মনোবিকাশে কাজ করছে। প্রাণবন্ত এই পরিবেশে একঘেয়েমি দূর হচ্ছে তাদের।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
স্কুল তো নয়, যেন সহজ পাঠের মলাট, ভাইরাল মালতি মুর্মুর জেলায় অন্য চিত্র! না দেখলে বিশ্বাস হবে না
Open in App
হোম
খবর
ফটো
লোকাল