সূত্র মারফত জানা গিয়েছে, জঙ্গল থেকে গবাদি পশু নিয়ে ফেরার সময় একটি শিয়াল লংকেশ্বর মাহাতোর ছাগলের উপর ঝাঁপিয়ে পড়ে। শিয়ালটিকে বাধা দিতে গেলে শিয়ালটি তাঁর হাতে কামড় দিয়ে পালিয়ে যায়। ঘটনার পর বন দফতর ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ঝালদা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। এ বিষয়ে আহত লঙ্কেশ্বর মাহাতো বলেন, হঠাৎ করেই তার ছাগলের উপর একটি শিয়াল আক্রমণ করে। বাধা দিতে গেলে শিয়ালটি তার হাতে কামড়ে দেয়। তারপরেই সে ওই শিয়ালটিকে বেঁধে গ্রামে নিয়ে আসেন। পরবর্তীতে শিয়ালটিকে ছেড়ে দেয় সে।
advertisement
এ বিষয়ে প্রতিবেশি রাজেশ মাহাতো বলেন, যে ঘটনা ঘটেছে তা কখনও কাম্য নয়। পুরুলিয়ার ওই এলাকার বন দফতর যদি লঙ্কেশ্বর বাবুর সম্পূর্ণ চিকিৎসাভার নেন ও ক্ষতিপূরণের ব্যবস্থা করেন তাহলে অনেকটাই উপকৃত হবেন তিনি। বন দফতরের পক্ষ থেকে আহত লঙ্কেশ্বর মাহাতোর পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে। বর্তমানে লংকেশ্বর মাহাতের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে বনবিভাগ সূত্রে জানা গিয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এখনকার দিনে অধিকাংশ জায়গাতে শিয়াল দেখা না গেলেও পুরুলিয়ার মতো জেলার অনেক জায়গাতেই শিয়াল দেখা যায়। তবে আবার জঙ্গলে খাদ্যের অভাবের কারণে এই সব শিয়াল বাঁ অন্যান্য বন্যপ্রাণী অনেক সময় লোকালয়ে ঢুকে পড়ছে বলে মত পোষণ করেছেন বিশেষজ্ঞরা।