বর্তমানে উদয় কলকাতার একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত। চাকরি সামলেই তিনি খেলাধুলাকে জীবনের অবিচ্ছেদ্য অংশ করে নিয়েছেন। খেলাধুলার প্রতি উদয় এতটাই আগ্রহী যে তিনি রাজ্যের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হওয়া ম্যারাথনে অংশগ্রহণের জন্য ছুটি নেন। এখন পর্যন্ত তিনি ২১ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ১১টি রাজ্যের প্রায় ৮০ টি স্থানে ম্যারাথনে অংশগ্রহণ করেছেন।
আরও পড়ুন: চুরি যাওয়া প্রিয় বাইক ফিরে পেতে মরিয়া যুবক, সোশ্যাল মিডিয়ায় অভিনব পোস্ট! মুহুর্তেই ভাইরাল
advertisement
সম্প্রতি পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহরেও একটি ম্যারাথনে অংশগ্রহণ করেন তিনি। যেখানে পুরুলিয়ার ছেলেমেয়েদের খেলাধুলার মাধ্যমে জীবনে এগিয়ে যাওয়ার প্রেরণা দেন। বিশেষ করে প্রতিবন্ধী যুবক-যুবতীদের উদ্দেশে তিনি বার্তা দেন, “শরীরের একটি অঙ্গ হারালেও জীবনের লড়াই থেমে যায় না। দৃঢ় মনোবল, কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাস থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায়।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
নিজের জীবনের উদাহরণ তুলে ধরে উদয় প্রমাণ করেন, ইচ্ছাশক্তির সামনে সব বাধাই তুচ্ছ। তাঁর যাত্রা শুধু সাফল্যের নয়, লক্ষ লক্ষ মানুষের জন্য এক অনিঃশেষ প্রেরণা।





