এই রাস্তা দিয়ে পাততোড়িয়া, মতিরামডি, নারানপুর, ধাদকিডি যাতায়াত করেন স্থানীয় বাসিন্দারা। ছাত্র-ছাত্রীরাও এই রাস্তা দিয়েই স্কুল, কলেজ যাওয়া আসা করেন। এই রাস্তা দিয়েই হাতিখেদা মন্দির যান হাজার হাজার পুন্যার্থী। বিগত দিনে এই রাস্তাতে কয়েকবার দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি পুরুলিয়ার বরাবাজার ব্লক আধিকারিক এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও কোন সুরাহা হয়নি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। তার ফলেই প্রতিনিয়ত বিপাকে পড়তে হচ্ছে বহু মানুষকে।
advertisement
আরও পড়ুন: খুদে ফুটবলারদের জন্য দারুণ খবর! এবার পুরুলিয়ার মত প্রত্যন্ত জেলা থেকে মিলবে মোহনবাগানে খেলার সুযোগ
এ বিষয়ে বরাবাজার ব্লক পঞ্চায়েত সমিতির পূর্তকার্য পরিবহন কর্মাধ্যক্ষ শশধর মুদি বলেন, বড়রা থেকে ঝাড়খন্ড বর্ডার পর্যন্ত রাস্তা খুবই খারাপ অবস্থা হয়ে পড়ে রয়েছে। পঞ্চায়েত সমিতির অধীনে ওই রাস্তা মেরামত করা যাবে না সরকারি নিয়মে। জেলা পরিষদ বা এসআরডিএ ফান্ড থেকে মেরামত করতে হবে। বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে এর দ্রুত সমাধান হবে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
গুরুত্বপূর্ণ এই রাস্তার উপর বহু মানুষের জীবনজীবিকা নির্বাহ করে। এরই পাশাপাশি গুরুত্বপূর্ণ পীঠস্থান হাতিখেদা মন্দির যাওয়ার মূল রাস্তা এটি। কবে এই রাস্তার মেরামতের কাজ শুরু হবে সেই দিকে তাকিয়ে স্থানীয় বাসিন্দারা থেকে নিত্যযাত্রীরা।
শর্মিষ্ঠা ব্যানার্জি