পুরুলিয়ার গো রক্ষিণী কমিটির উদ্যোগে বিগত দু’বছর ধরে এই গেম শো-এর আয়োজন হয়ে আসছে। সাধারণ জ্ঞানের ভাণ্ডার সমৃদ্ধ করতে এবং মানুষকে আনন্দ দিতে এই গেম শো-এর পরিকল্পনা নিয়েছেন তারা। মোট ১৪০ জন নির্বাচিত প্রতিযোগীদের মধ্যে থেকে ৫০ জন বেস্ট প্রতিযোগী প্রথম ধাপে এই খেলায় অংশগ্রহণ করার সুযোগ পেয়েছেন। এই খেলাকে ঘিরে প্রতিযোগীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
advertisement
এ বিষয়ে কালচারাল ইভেন্টের সেক্রেটারি রাজেশ সিংহানিয়া বলেন, বিখ্যাত টিভি রিয়ালিটি শো-এর অনুকরণে তারা এই গেম শো-এর আয়োজন করেছেন। মানুষের যথেষ্ট ভাল সাড়া পেয়েছেন তারা। আগামী দিনেও তারা এই ভাবেই গেম-শো করার পরিকল্পনা নিচ্ছেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ বিষয়ে অংশগ্রহণকারী প্রতিযোগিরা বলেন, ভীষণ ভাল লাগছে এই গেম-শোতে অংশগ্রহণ করতে পেরে। তারা কখনও কল্পনাই করেননি এই গেম শো থেকে পুরস্কার পেতে পারেন। খুব ভাল অভিজ্ঞতা হয়েছে তাদের। এ বিষয়ে এক প্রতিযোগীর অভিভাবক ড. পঙ্কজ সিংহানিয়া বলেন, শিক্ষামূলক গেম-শো এটি। এতে সাধারণ জ্ঞানের ভাণ্ডার সমৃদ্ধ হচ্ছে। আগামী দিনে এই ধরনের গেম শো আরও বেশি করে হওয়া উচিত। শুধু প্রতিযোগী নয় দর্শকদের মধ্যেও একেবারে টানটান উত্তেজনা লক্ষ্য করা যায় ‘কৌন বনেগা লাখপতি’ এই গেম শোকে ঘিরে।






