পুলিশের বার্ষিক ক্রীড়ায় অতিথি-পুলিশের তীরন্দাজি প্রতিযোগিতায় প্রথম পদক ছিনিয়ে নেন ভূমি ও ভূমি সংস্কার দফতরের অতিরিক্ত জেলাশাসক রাজেশ রাঠোর। দ্বিতীয় হন বাঁকুড়া রেঞ্জের আইজি শিসরাম ঝাঝারিয়া। তৃতীয় হন পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। এইদিন জেলা পুলিশ সুপার জোড়া পদক পান। পুটিং দা বল ইনটু দা হোল প্রতিযোগিতাতেও তিনি তৃতীয় হন। এ বিষয়ে জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন,”শুধুমাত্র বিনোদন নয় এই প্রতিযোগিতার মধ্যে দিয়ে শরীর চর্চার বিষয়ে পুলিশ কতটা সচেতন তারও মূল্যায়ন হয়। হার জিত তো হতেই পারে। আমলা পুলিশের লড়াইয়ের আমলার জয়কে সাধুবাদ জানান তিনি।”
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
এইদিনের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে এক প্রকার ছোটবেলার স্মৃতিচারণ করে নেন জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো। তিনি বলেন , পুলিশের এই উদ্যোগ খুবই ভালো একটি উদ্যোগ। সারা বছরের কর্মব্যস্ততা থেকে কিছুটা সময় হলেও অন্যরকম ভাবে কাটানো যায়। ছোটবেলায় কথা মনে পড়ে গিয়েছে তার এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
আরও পড়ুনঃ Virat Kohli: শীঘ্রই ভারত ছাড়তে চলেছেন বিরাট কোহলি! ‘কোচের’ কথায় বড় ইঙ্গিত!
এদিন এয়ারগানে প্রথম হন এডিজি অ্যান্ড আইজিপি অশোককুমার প্রসাদ। দ্বিতীয় বান্দোয়ানের বিধায়ক রাজীবলোচন সরেন, তৃতীয় স্থান পান অতিরিক্ত পুলিশ সুপার, অভিযান যোধাবর অবিনাশ ভীমরাও। এছাড়াও এইদিন টাগ অফ ওয়ার বা দড়ি টানাটানিকে ঘিরে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। এই ক্রীড়া প্রতিযোগিতার আমলা ও পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকদের এক অন্যরূপেই দেখা গিয়েছিল।
শর্মিষ্ঠা ব্যানার্জি