পুরুলিয়া সিধু কানহু বিরসা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তিনি। আগামী ২৬ জানুয়ারি তিনি জাতীয় প্যারেডে অংশ নেবেন। সেখানে জাতীয় মঞ্চে তিনি তুলে ধরবেন জঙ্গলমহলের ঐতিহ্যবাহী ছৌ নৃত্য। ভগবান শ্রীকৃষ্ণের চরিত্রে অভিনয় করে বাংলার লোকসংস্কৃতিকে সারা দেশের সামনে তুলে ধরবেন তিনি। জোরকদমে চলছে তারই প্রস্তুতি।
advertisement
এ বিষয়ে শুভদীপ মাহাতো বলেন, তিনি যখন ২০২৪ সালে প্রথম ইউনিভার্সিটিতে এসেছিলেন সেই সময় থেকে এনএসএস-এর সঙ্গে যুক্ত হয়েছিলেন। পড়াশোনার পাশাপাশি সমাজ সচেতনতার কাজ করার উদ্দেশ্যেই তার এনএসএস-এর সঙ্গে যুক্ত হওয়া। সেখান থেকে তার দিল্লির কর্তব্য পথে দাঁড়ানোর সুযোগ। সেখানে বাংলা সংস্কৃতিকে তুলে ধরতে চলেছেন তিনি।
এ বিষয়ে সিধু কানহু বিরসা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর পবিত্র কুমার চক্রবর্তী বলেন, শুভদীপ তাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এখান থেকেই সে দিল্লিতে যাওয়ার সুযোগ পেয়েছে। তার এই সাফল্যে গর্বিত গোটা ইউনিভার্সিটি তথা জেলা। এতে ইউনিভার্সিটি ও জেলার নাম আরও উজ্জ্বল হবে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রজাতন্ত্রে দিবসের মঞ্চে উপস্থিত থাকেন রাষ্ট্রপতি দেশের প্রধানমন্ত্রী-সহ বহু বিশিষ্ট বর্গরা। সেখানে বাংলার ছৌ নৃত্য উপস্থাপন করবে পুরুলিয়ার শুভদীপ। ইতিমধ্যেই তিনি পৌঁছে গিয়েছেন দিল্লিতে। তাকে নিয়ে গর্বিত গোটা জঙ্গলমহল।





