এটি শুধুমাত্র একটি কফি হাউস নয়, বরং একটি সাংস্কৃতিক কেন্দ্র। যেখানে কবি-সাহিত্যিকদের কবিতার বাণী ছড়িয়ে পড়ে আর তার সঙ্গে মিশে থাকে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে তৈরি গরম কফি, চা এবং দুপুরের সুস্বাদু ভোজন। সাধারণ মানুষজনের পাশাপাশি কবি-সাহিত্যিকদের আনাগোনায় এখানে প্রায়ই তৈরি হয় এক বিশেষ আবহ। যা সৃষ্টিশীল মননের মানুষদের জন্য সত্যিই অপূর্ব।
advertisement
আলোচনা, পাঠ, ভাবনার আদান প্রদান, সব মিলিয়ে কফি ও কবিতা হাউস হয়ে ওঠে এক অনুপ্রেরণার কেন্দ্র।যার মধ্য দিয়ে পুরুলিয়া জেলায় একটি নতুন সাংস্কৃতিক যুগের সূচনা ঘটেছে, যা একদিকে সংস্কৃতির উন্নতির সাক্ষী, অন্যদিকে স্থানীয় মানুষের মধ্যে ঐক্য ও সৃজনশীলতার বিকাশ ঘটাচ্ছে। কফি, চা ও কবিতা, সবকিছু মিলিয়ে কফি ও কবিতা হাউস এক নতুন সমাজ সাংস্কৃতিক কাঠামোর উদাহরণ, যেখানে নিত্যদিনের ব্যস্ততার মধ্যে শিল্প ও সাহিত্য খুঁজে পাওয়া যায়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কফি ও কবিতা হাউসে কর্মরত স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা জানান, এই উদ্যোগের মাধ্যমে তারা জীবনে সঠিক পথের সন্ধান পেয়েছেন। এখান থেকে তারা শুধু আর্থিকভাবে স্বাবলম্বীই হননি, বরং আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের পায়ে দাঁড়ানোর সুযোগও পেয়েছেন। আনন্দের সঙ্গে কাজ করার পাশাপাশি তারা সাধারণ মানুষের কাছে কফি সহ নানা ধরনের খাবারের স্বাদও পৌঁছে দিচ্ছেন। এই পরিবেশে কাজ করে তারা যেমন মানসিক তৃপ্তি পাচ্ছেন, তেমনি সমাজের সঙ্গেও নিজেদের দৃঢ়ভাবে যুক্ত করতে পারছেন।





