এখানকার তথাকথিত ‘ভুতুড়ে’ রেল স্টেশনের জন্য বেগুনকোদরের সঙ্গে অনেকেই পরিচিত। যদিও এখন সেই বদনাম ঘুচেছে। বরং এই প্রাচীন রাস উৎসবের জন্য এর যথেষ্ট সুনাম রয়েছে। কোটশিলার বেগুনকোদর স্কুল ময়দানে আনুষ্ঠানিকভাবে এই রাস উৎসবের সূচনা হয়। এখানে ৫ দিন ব্যাপী রাস উৎসব ও রাস মেলা পালিত হয়। সেই সঙ্গেই নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়।
advertisement
কমিটির পক্ষ থেকে জানা গিয়েছে, বহু প্রাচীন এই রাস। ৫ দিন ধরে নানা উৎসবের আয়োজন করা হয়। ছৌ, ঝুমুর, যাত্রা সহ নানা লোক উৎসব হয়। কাতারে কাতারে ভক্ত উপস্থিত হন।
এই বিষয়ে পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো বলেন, পুরুলিয়ার ঐতিহ্য এই রাস মহোৎসব। বহু প্রাচীন এই মন্দির। ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে এই মন্দিরের সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা খুবই আনন্দিত। এতে এই উৎসবের আনন্দ আরও কয়েকগুণ বেড়ে গিয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বাঙালির বারো মাসের তেরো পার্বণের মধ্যে অন্যতম হল রাস। সারা বছর এই উৎসবের জন্য অধীর আগ্রহে বেগুনকোদর এলাকার মানুষেরা অপেক্ষা করেন। স্থানীয়দের কাছে এই উৎসবের আলাদা মাধুর্য রয়েছে।





