এদিন মহিলাদের এই পথ অবরোধের জন্য দীর্ঘক্ষণ যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় বাঘমুণ্ডি থানার পুলিশ। উর্দিধারীদের ঘিরেও বিক্ষোভ দেখান প্রতিবাদী মহিলারা। পরে অবশ্য পুলিশের আশ্বাসেই পথ অবরোধ ওঠে।
আরও পড়ুনঃ সোনার আগুন দাম! এর মাঝেই ভারত-বাংলাদেশ সীমান্তে কোটি টাকার হলুদ ধাতু উদ্ধার, আটক কুখ্যাত চোরাকারবারী
advertisement
বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, এলাকাজুড়ে রমরমিয়ে মদ বিক্রির ব্যবসা চলছে। যেখানে সেখানে বসছে মদের ঠেক। এর ফলে যুব সমাজ থেকে প্রাপ্ত বয়স্ক, পুরুষ থেকে শুরু করে বৃদ্ধ, সকলেই মদের প্রতি আসক্ত হয়ে পড়ছেন। মদ্যপ অবস্থায় ঝামেলায় জড়িয়ে পড়ছেন পুরুষেরা। প্রতি বাড়িতে পারিবারিক ঝামেলাও হচ্ছে। মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। সেই কারণে এদিন বিক্ষোভ, পথ অবরোধ করেন তাঁরা।
মদের বিরুদ্ধে মহিলাদের প্রতিবাদ অবশ্য এই প্রথম নয়। এর আগেও রাজ্যের নানা প্রান্তে এই ছবি দেখা গিয়েছে। এবার পুরুলিয়ায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন নারীরা। খবর পেয়ে বাঘমুণ্ডি থানার পুলিশ এলে তাঁদের ঘিরেও বিক্ষোভ দেখানো হয়। পরবর্তীতে অবশ্য পুলিশের আশ্বাসেই অবরোধ ওঠে।
