TRENDING:

Dagar Tudu: বাংলার গর্ব পুরুলিয়ার মেয়ে! অভিনয়ের জোরে নজর কাড়ছেন প্রত্যন্ত গ্রামের ডগর, ঝুলিতে এসেছে বিরাট পুরস্কার

Last Updated:

Purulia Actress Dagar Tudu: সাংস্কৃতিক ক্ষেত্রের পাশাপাশি ভারতীয় চলচ্চিত্র জগতেও নিজের অনন্য সাফল্য প্রতিষ্ঠা করেছেন পুরুলিয়ার কন্যা ডগর টুডু। ১২তম দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রীর সম্মান অর্জন করে তিনি পুরুলিয়া সহ সমগ্র বাংলাকে গর্বিত করেছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া, শান্তনু দাসঃ পুরুলিয়া জেলার প্রত্যন্ত গ্রামের কন্যা ডগর টুডু আজ সাঁওতালি সংস্কৃতির এক উজ্জ্বল মুখ। অত্যন্ত সাধারণ পরিবারে বড় হয়ে ওঠা ডগর নিজের প্রতিভা, অধ্যবসায় ও সাংস্কৃতিক শিকড়ের প্রতি অগাধ ভালবাসাকে সঙ্গী করে সাঁওতালি সমাজের মানোন্নয়নে কাজ করে চলেছেন। সাঁওতাল সংস্কৃতির প্রচার-প্রসার, শিল্পকলা ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তাঁর অবদান আজ বিশেষভাবে উল্লেখযোগ্য।
advertisement

শুধু সাংস্কৃতিক ক্ষেত্রেই নয়, ভারতীয় চলচ্চিত্র জগতেও ডগর নিজের অনন্য সাফল্য প্রতিষ্ঠা করেছেন। ১২তম দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রীর সম্মান অর্জন করে তিনি পুরুলিয়া সহ সমগ্র বাংলাকে গর্বিত করেছেন।

আরও পড়ুনঃ রোজ হাজার হাজার মানুষের যাতায়াত! সেই ধুলিয়ান-পাকুড় রোডে জাতীয় সড়কে ভারী যান চলাচল বন্ধ, কতদিনের জন্য নিষেধাজ্ঞা জানুন

advertisement

পুরুলিয়ার মানবাজার ব্লকের প্রত্যন্ত গোপালপুর গ্রামের মেয়ে ডগর বলেন, “আমাদের পুরনো যে সংস্কৃতিগুলি হারিয়ে যেতে বসেছে, সেগুলিকে ফের নতুন করে সামনে আনতেই আমি কাজ করে যেতে চাই। আমি এখনও পর্যন্ত বেশ কিছু সিনেমা নির্মাণ করেছি, কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের সাঁওতালি ইন্ডাস্ট্রিতে সেইসব সিনেমা দেখানোর মতো উপযুক্ত সিনেমা হল নেই।”

advertisement

View More

অভিনেত্রীর কথায়, “আজ আমরা অনেকটা এগিয়েও, কিছু ক্ষেত্রে যেন এখনও পিছিয়ে রয়েছি। আমার মনে হয়, আমরা এখনও অনেক সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত। সেই অধিকারগুলি বাস্তবে পেলেই আমরা সঠিকভাবে এগিয়ে যেতে পারব। বিশেষ করে আমাদের সমাজের শিক্ষাব্যবস্থার দিকে যথাযথ নজর দেওয়া হলে আমরা কোনও ক্ষেত্রেই পিছিয়ে থাকব না।”

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বেনারস-কলকাতা নয়, এবার কাকদ্বীপে গঙ্গা আরতি! দেখুন ভিডিও
আরও দেখুন

সমগ্র সাঁওতালি সমাজের আশা, ডগর টুডুর পথচলা আরও অনেকটা দূর এগিয়ে যাক। তাঁর মাধ্যমে সাঁওতালি সংস্কৃতি আরও বৃহৎ পরিসরে পৌঁছক। এই আশাতেই বুক বাঁধছেন অনেকে।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Dagar Tudu: বাংলার গর্ব পুরুলিয়ার মেয়ে! অভিনয়ের জোরে নজর কাড়ছেন প্রত্যন্ত গ্রামের ডগর, ঝুলিতে এসেছে বিরাট পুরস্কার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল