TRENDING:

পুরীর হোটেলে রায়নার গৃহবধূর রহস্য মৃত্যু, সঙ্গী 'প্রেমিক'...! নেপথ্যে কি 'এটাই' আসল কারণ?

Last Updated:

Puri Hotel Death: আত্মহত্যা নাকি অন্য কোনও কারণ। পুরীর হোটেলে পূর্ব বর্ধমানের রায়নার গৃহবধূর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। সপ্তাহ খানেক আগে বাপেরবাড়ি যাচ্ছি বলে বেপাত্তা হয়ে যায় রায়নার গৃহবধূ মিতালি ঘোষ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বর্ধমান: আত্মহত্যা নাকি অন্য কোনও কারণ। পুরীর হোটেলে পূর্ব বর্ধমানের রায়নার গৃহবধূর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। সপ্তাহ খানেক আগে বাপেরবাড়ি যাচ্ছি বলে বেপাত্তা হয়ে যায় রায়নার গৃহবধূ মিতালি ঘোষ।
রায়নার গৃহবধূর মৃতদেহ উদ্ধার
রায়নার গৃহবধূর মৃতদেহ উদ্ধার
advertisement

বৃহস্পতিবার পুরীর একটি হোটেল থেকে মিতালি ও তার প্রেমিক কুমারীশ ঘোষের মৃতদেহ উদ্ধার হয়। বছর দুয়েক আগে কুমারীশের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিল মিতালি। তার পরিণতি যে এমন হবে তা ভাবতে পারছেন না কেউই।

আরও পড়ুন: ‘ঠান্ডা হচ্ছে না কেন…?’ 2AC কোচে বার বার ‘কমপ্লেন’ করছিলেন যাত্রীরা! কেসটা কী? এসি ‘ডাক্ট’ খুলতেই যা ঘটল, মুহূর্তে পায়ের তলা থেকে মাটি সরল টেকনিশিয়ানের!

advertisement

বছর দশেক আগে পূর্ব বর্ধমানের রায়না থানার হরিহরপুত্র গ্রামের প্রশান্ত ঘোষের সঙ্গে বিয়ে হয় বাঁকুড়ার সোনামুখীর তরুণী মিতালির। তাঁদের একটি কন্যা সন্তান আছে। প্রশান্তর গ্রামে মুদিখানা ও তেলের ব্যবসা আছে।

সূত্রের খবর, এরইমধ্যে দু’বছর  আগে মিতালি ঘোষ পাশের গ্রামের মাধবডিহির বাসিন্দা কুমারীশ ঘোষের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে। মিতালি স্বামী প্রশান্ত ঘোষ জানান,পড়শিদের কাছে এই সম্পর্কের কথা জানতে পেরে তিনি তাঁর স্ত্রীকে সে ব্যাপারে জিজ্ঞেস করেছিলেন।

advertisement

আরও পড়ুন: গরু-মোষ কি কম দুধ দিচ্ছে…? ট্রাই করে দেখুন এই ঘরোয়া ‘টোটকা’, দুধ দোয়াতে দোয়াতে ক্লান্ত হয়ে যাবেন, ১০ দিনেই বইবে ধারা, গ্যারান্টি

মিতালি জানিয়েছিল, কুমারীশ তাঁকে মাঝে মধ্যেই বিরক্ত করে। এরপর প্রশান্ত তাঁর শ্বশুর বাড়িতে জানানোর পাশাপাশি কুমারীশের বাড়িতেও বিষয়টি জানান। তখনকার মতো ঝামেলা মিটে গেলেও কয়েক মাস আগে তাদের মধ্যে ফের সম্পর্ক তৈরি হয়। ফোনে যোগাযোগ হত।

advertisement

বেশ কিছুদিন আগে প্রশান্ত হোয়াটসঅ্যাপে কুমারীশ ও তার স্ত্রী মিতালির একটি ছবি দেখতে পান। তার মেয়ে জানায় মায়ের সঙ্গে কুমারীশের ছবির কথা তাঁকে জানান প্রশান্ত। বিষয়টি জানাজানি হতেই মিতালি ছবিটি মোবাইল ফোন থেকে মুছে দেয়।

আরও পড়ুন: হঠাৎ রাস্তার কুকুর তাড়া করলে কী করবেন জানেন…? এক্সপার্ট বলে দিলেন বাঁচার ‘সঠিক’ উপায়, এই ‘দুই’ কাজ নেভার এভার!

advertisement

প্রশান্ত জানান, ৭ দিন আগে মিতালি মোবাইল ফোন আনতে যাচ্ছি বলে সোনামুখী যায়। তারপরই মোবাইলের সুইচ বন্ধ হয়ে যায়। তাঁকে ফোনে না পেয়ে শ্বশুর বাড়িতে যোগাযোগ করা হলে শ্বশুর বাড়ি থেকে বলা হয় এখানে মিতালি আসেনি।

মৃতার ভাই  বৃন্দাবন ঘোষ বলেন, জামাই প্রশান্ত তাদের বাড়িতে জানানোর পরই আমরা রায়না থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করি। পরে জানতে পারি, তাঁর বোন পুরীর একটি হোটেলে আছে। পুলিশকে সেই বিষয়টিও জানানো হয়।

আরও পড়ুন: দীপাবলিতে দেশবাসীকে কী উপহার দেবেন প্রধানমন্ত্রী মোদি…? লালকেল্লা থেকে বিশাল ঘোষণা! মধ্যবিত্তের জন্য বাম্পার সুখবর!

তাঁর অভিযোগ, পুলিশকে জানানোর পরেই পুলিশ তৎপর হলে হয়ত তাঁর দিদিকে জীবিত অবস্থায় উদ্ধার করা যেত। বৃহস্পতিবার স্বামী প্রশান্ত ঘোষের মোবাইলে ফোন আসে ওড়িশা পুলিশের পক্ষ থেকে।

ওড়িশা পুলিশের পক্ষ থেকে তাঁকে জানানো হয়, স্ত্রী মিতালি ঘোষের মৃতদেহ উদ্ধার হয়েছে পুরীর একটি হোটেলের ঘর থেকে। প্রশান্ত জানান সোনামুখী যাবার নাম করে স্ত্রী সেদিন মিতালি সোনার গয়না ও নগদ টাকা নিয়ে পালিয়ে গিয়েছিল।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

তবে কি খুনই করা হয়েছে মিতালি ও তাঁর প্রেমিককে? নিয়ে যাওয়া গয়না ও নগদ টাকা আত্মস্যাৎ করতেই কি এই কাণ্ড? নাকি অন্য কারও হাত রয়েছে এই রহস্যময় মৃত্যুর পিছনে? নাকি নেহাতই আত্মহত্যা? উত্তর খুঁজছে পুলিশ!

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পুরীর হোটেলে রায়নার গৃহবধূর রহস্য মৃত্যু, সঙ্গী 'প্রেমিক'...! নেপথ্যে কি 'এটাই' আসল কারণ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল