আরও পড়ুন: স্কুলে খেলার ছলে মারপিট দুই বন্ধুর, কানের পাশে বেকায়দায় লেগে মৃত ১!
তমলুকের খারুই গ্রামে সোমবার ঘটে এই ঘটনা। জানা গিয়েছে, বাড়ির বাইরে পড়ে থাকা বাঁশ দিয়েই বাবাকে মারধর করে অভিযুক্ত ছেলে। তমলুক থানার খারুই গ্রামের বাসিন্দা মৃত বৃদ্ধের নাম মোহন দাস, বয়স ৬৬ বছর। প্রতিবেশীদের বক্তব্য, মৃত মোহন দাসের তিন ছেলে। পরিবারে অশান্তি লেগেই থাকে। এদিন ছেলের সঙ্গে তুমুল গন্ডগোল হয়। তাও আবার উনুন ধরানো নিয়ে।
advertisement
আরও পড়ুন: লোহার রড দিয়ে প্রতিবেশীর পোষ্য কুকুরকে প্রবল মার, আহত আরও ৩! কেন? হাড়হিম ভিডিও
অভিযোগ, বাকবিতন্ডা চলাকালীন বৃদ্ধের ছোট ছেলে সন্টু দাস বাড়ির সামনে থাকা বাঁশ দিয়ে বাবাকে মাথায় আঘাত করে। প্রতিবেশীরা আহত অবস্থায় তাঁকে প্রথমে জানুবোসান উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। পরে তমলুক জেলা হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, ঘটনার পর থেকেই অভিযুক্ত ছেলে পলাতক। তাঁর গ্রেফতারের দাবিতে স্থানীয় মানুষজন এলাকায় বিক্ষোভ দেখায়।
সুজিত ভৌমিক