TRENDING:

Purba Medinipur Zilla Parishad: শুভেন্দু-এফেক্ট ফিকে জেলা পরিষদে, 'জটিল' পূর্ব মেদিনীপুরে তৃণমূলের জয়জয়কার!

Last Updated:

Purba Medinipur Zilla Parishad: এই জেলাতেই তৃণমূলের সংগঠন তৈরি করেছিলেন শুভেন্দু অধিকারী। তারপর সময় বয়েছে, তৃণমূলের দোর্দন্ডপ্রতাপ নেতা শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিয়ে এখন রাজ্যের বিরোধী দলনেতা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কাঁথি: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলায় জেলা পরিষদের ক্ষমতা ধরে রাখল তৃণমূল। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ ফের তৃণমূলেরই দখলে! ৭০ আসনের জেলা পরিষদের বেশিরভাগ আসনে জয়ী তৃণমূল। শেষ পাওয়া খবরে, তৃণমূলের দখলে ৫০ টি এবং বিজেপির দখলে ১২ টি জেলা পরিষদ আসন। বাকি আটটি আসনের গণনা শেষ পর্যায়ে।
শুভেন্দুর গড়ে তৃণমূল ঝড়
শুভেন্দুর গড়ে তৃণমূল ঝড়
advertisement

বাংলার সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে পূর্ব মেদিনীপুর জেলার গুরুত্ব অপরিসীম। ২০১১ সালের রাজ্য সরকারে পালাবদলের আগের পঞ্চায়েত ভোট অর্থাৎ ২০০৮ সালের ভোটে রাজ্যের ২টি জেলা পরিষদ দখল করেছিল তৃণমূল। তার মধ্যে একটি ছিল পূর্ব মেদিনীপুর। নন্দীগ্রাম আন্দোলনের জমিও এখানে।

আরও পড়ুন: গণনাকেন্দ্রের মধ্যেই মৃত্যু হাতে নিয়ে রাতভর আরাবুল, ভোরে উদ্ধার! ভাঙড় যেন যুদ্ধক্ষেত্র

advertisement

এই জেলাতেই তৃণমূলের সংগঠন তৈরি করেছিলেন শুভেন্দু অধিকারী। তারপর সময় বয়েছে, তৃণমূলের দোর্দন্ডপ্রতাপ নেতা শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিয়ে এখন রাজ্যের বিরোধী দলনেতা। তাঁর জেলাতেও তুমুল লড়াই চলেছে এই পঞ্চায়েত ভোটে।

আরও পড়ুন: তিহাড়ে থাকা অনুব্রত-ম্যাজিক নাকি কাজলের কেরামতি? বীরভূম একমাত্র তৃণমূলেরই

ভোটের দিনে জেলার অধিকাংশ এলাকা জুড়েই দাপট দেখিয়েছে শাসকদল তৃণমূল। আবার ময়না, পটাশপুর বা খেজুরির মতো ব্লকে ভোটের পর সন্তুষ্ট দেখিয়েছে বিজেপিকে। তৃণমূল অবশ্য দাবি করছে, পূর্ব মেদিনীপুরে শুভেন্দুর অতীত সাফল্য পুরোটাই ছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

তৃণমূলে থাকাকালীন চারটি পঞ্চায়েত ভোট পরিচালনার অভিজ্ঞতা ছিল শুভেন্দুর। ২০০৩, ২০০৮, ২০১৩ এবং ২০১৮। প্রথমটি বাদে বাকি তিনটিতেই জয় পেয়েছিল তৃণমূল। বিরোধী দলে থাকাকালীন শাসকদল সিপিএমের থেকে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ ছিনিয়ে এনেছিলেন শুভেন্দু। ২০০৮ সালের বাম আমলের শেষ পঞ্চায়েত ভোটে দক্ষিণ ২৪ পরগনার পাশাপাশি এই জেলা পরিষদ দখল করেছিল তৃণমূল। সৌজন্যে নন্দীগ্রামের জমি আন্দোলন। সেই থেকে শুভেন্দুর জেলা বলেও পরিচিত হতে থাকে পূর্ব মেদিনীপুর। তখন জেলা তৃণমূলের সভাপতি ছিলেন শুভেন্দুর বাবা শিশির অধিকারী। কিন্তু এবার নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে ভাল ফল করলেও জেলা পরিষদে পূর্ব মেদিনীপুরে তৃণমূল একচ্ছত্র ক্ষমতা দখল করল।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purba Medinipur Zilla Parishad: শুভেন্দু-এফেক্ট ফিকে জেলা পরিষদে, 'জটিল' পূর্ব মেদিনীপুরে তৃণমূলের জয়জয়কার!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল