পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২৪ ও ২৫ ডিসেম্বর এবং ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি—এই চার দিন দিঘার প্রবেশপথ দিয়ে কোনও ভাবেই টোটো ঢুকতে পারবে না। উৎসবের দিনগুলোতে দিঘার মূল রাস্তাগুলিতে পর্যটকদের হাঁটাচলা ও গাড়ির চাপ বেড়ে যায়। এই পরিস্থিতিতে টোটো চলাচল করলে যানজট আরও বাড়ার আশঙ্কা থাকে। সেই কারণেই নিউ দিঘা ও ওল্ড দিঘার প্রধান সংযোগকারী রাস্তাগুলিতে টোটো চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
advertisement
‘ওরা তাকে ছিঁড়ে খায়…’! বাংলাদেশে দীপু দাসকে হত্যার আগে শেষ মুহূর্তের ভয়াবহ ভিডিও প্রকাশ্যে!
পুলিশ জানিয়েছে, সব রাস্তায় টোটো সম্পূর্ণ বন্ধ করা হচ্ছে না। তবে সৈকত সংলগ্ন ভিড়পূর্ণ এলাকায় টোটো প্রবেশ করতে দেওয়া হবে না। টোটো চলাচলের জন্য নির্দিষ্ট কিছু বিকল্প রাস্তা ও বাইপাস রুট ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রাইভেট গাড়ি ও রুটের বাসগুলিকেও বাইপাস হয়ে দিঘায় প্রবেশ করতে হবে।
সোমবার তমলুকের নিমতৌড়িতে পুলিশ লাইনের কনফারেন্স রুমে সাংবাদিক বৈঠক করেন জেলা পুলিশ সুপার মিতুন কুমার দে এবং অতিরিক্ত পুলিশ সুপার (কাঁথি) অতীশ বিশ্বাস। ওই বৈঠকেই দিঘায় প্রবেশের জন্য নির্দিষ্ট রুট ম্যাপ প্রকাশ করা হয়।
পুলিশের দাবি, ভিড়ের মধ্যে টোটো চলাচল করলে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং তাঁরা যাতে নির্বিঘ্নে সৈকতে ঘুরে বেড়াতে পারেন, সেই বিষয়টি মাথায় রেখেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
