মঙ্গলবার সকালে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার অন্তর্গত হলদিয়া মোড়ে ডিউটি করছিলেন সুদীপ৷ সেই সময় কলকাতার দিক থেকে আসা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা মারে বলে অভিযোগ৷ যার জেরে রাস্তার উপরে ছিটকে পড়েন ওই সিভিক ভলেন্টিয়ার৷ দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি৷
সঙ্গে সঙ্গেই কর্তব্যরত অন্যান্য পুলিশকর্মী এবং সিভিক ভলেন্টিয়াররা সুদীপকে উদ্ধার করে তমলুক জেলা হাসপাতালে নিয়ে যান৷ কিন্তু সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷ শেষকৃত্যের আগে জেলা পুলিশের পক্ষ থেকে মৃত সিভিক ভলেন্টিয়ারকে গার্ড অফ অনার দেওয়া হয়৷
advertisement
কোলাঘাট থানার পুলিশকর্মীরা জানাচ্ছেন, মিশুকে স্বভাবের জন্য এলাকায় পরিচিত মুখ ছিলেন সুদীপ৷ তাঁর এই অকাল মৃত্যুতে পুলিশ মহলে শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনায় জড়িত গাড়িটিকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত চালককেও গ্রেফতার করেছে পুলিশ৷
