পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে প্লাস্টিক বিশেষত সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে সম্প্রতি একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এরপরই বর্ধমানকে প্লাস্টিক মুক্ত করতে উদ্যোগী হয়েছে পুরসভা।
আরও পড়ুন - US Open 2022: নজির গড়ে ইউএস ওপেনের পুরুষ ডাবলসে চ্যাম্পিয়ন রাজীব রাম ও সৈলসবরি জুটি
advertisement
পুরসভা প্লাস্টিক ব্যবহার বন্ধে যেসব পরিকল্পনা নিয়েছে তার মধ্যে রয়েছে ব্যানার, ফ্লেক্সের মাধ্যমে জনগনকে প্ল্যাস্টিক ব্যবহারের কুফল সম্পর্কে সচেতন করা। লস্যি সরবত সহ যেসব দোকানে প্লাস্টিকের গ্লাস ব্যবহার হয় সেখানে অভিযান। সব দোকানে অভিযান চালিয়ে সিঙ্গল ইউজ ক্যারিব্যাগ ব্যবহার নিষিদ্ধ করা। সে জন্যে লাগাতার মাইকিংয়ের ব্যবস্থা করা হচ্ছে।বিভিন্ন শপিং মলে অভিযান চালিয়ে সেখানে প্লাস্টিকের বদলে কাগজের ব্যাগ ব্যবহার করাতে বাধ্য করা।
ইতিমধ্যেই বিভিন্ন দোকানের পাশাপাশি শপিং মলেও অভিযান চালিয়েছে পুরসভা।পুরসভার এই উদ্যোগকে ভালোভাবেই নিচ্ছে ব্যবসায়ীরাও। প্লাস্টিকের গ্লাস বা ক্যারিব্যাগ ব্যবহার বন্ধের আশ্বাস দিয়েছেন তাঁরা।
বাসিন্দারা বলছেন, পৌরসভার এই উদ্যোগে কাজ হয়েছে অনেকটাই। অনেক ক্রেতাই এখন ব্যাগ ব্যবহার করছেন। তাতেই প্রয়োজনীয় সামগ্রী ভরে নিচ্ছেন বিক্রেতারাও প্লাস্টিকের ক্যারিব্যাগের বদলে কাপড়ের ব্যাগে সামগ্রী দিচ্ছেন। তবে এর মধ্যেও চোরাগোপ্তা প্ল্যাস্টিক ক্যারি ব্যাগের ব্যবহার চলছে। পৌরসভার অভিযানে ধারাবাহিকতা থাকলে সেগুলিও বন্ধ করা যাবে।
এ ব্যাপারে বর্ধমানের পৌর প্রধান পরেশ চন্দ্র সরকার বলেন, ‘‘প্লাস্টিকের ব্যবহার অনেকটাই কমেছে। আরও কমাতে পুজোর আগে পরে অভিযান চলবে। তবে বাসিন্দাদের মধ্যে সদ্বিচ্ছা দেখা যাচ্ছে। আগেও অনেকবার নিষিদ্ধ প্লাস্টিক বন্ধের কথা বলা হয়েছিল। তবে তা কার্যকরী করা যায়নি। এবার তা অনেকটাই সফল হয়েছে।’’
Saradindu Ghosh