কালনার শ্যামগঞ্জ পাড়া এলাকা থেকে ঘাতক সেই ষাঁড়টিকে উদ্ধার করা হয় এদিন। এই উদ্ধার কাজে হাজির ছিলেন কালনা পৌরসভার উপ পৌরপতি , কালনা মহকুমা শাসকের দফতরের আধিকারিকরা, কালনা দমকল বিভাগের আধিকারিক, BLDO অফিসার সহ বিশিষ্টজনেরা । এদিন ষাঁড়টিকে ঘুম পাড়ানোর ইনজেকশন দিয়ে কাবু করার পর বনদফতরের হাতে তুলে দেওয়া হয় ।
advertisement
আরও পড়ুন - ‘‘বড্ড তাড়াতাড়ি চলে গেলে’’ অ্যান্ড্রু সাইমন্ডসের মৃত্যুতে যা যা মন খুলে লিখলেন...
প্রসঙ্গত উল্লেখ্য গত কয়েকদিনে বেশ কয়েকজন মানুষকে এই ষাঁড়টি শিংয়ের গুঁতোয় জখম করেছিল। এর পরই প্রশাসনের তরফে ষাঁড়টিকে ধরার ব্যবস্থা করা হয়। অবশেষে জব্দ করা গেল ষাঁড়টিকে । প্রশাসনের এই পদক্ষেপে খুশি হয়েছেন স্থানীয়রা ।
স্থানীয়রা বলেন, পুলিশ দ্রুততার সঙ্গে সমস্ত কাজটা করেছে। পশু আইনকে মান্যতা দিয়ে প্রশাসন ষাঁড়টিকে ঘুম পাড়ানোর ওষুধ দিয়ে বসে এনেছে । এতে স্বস্তি পেয়েছেন তাঁরা । গত কয়েকদিন ধরে নাজেহাল হয়ে পড়েছিলেন তাঁরা । ঘর থেকে বেরোলেই আতঙ্কে ছিলেন এই বুঝি ষাঁড় এসে গুঁতো মারে । পুলিশের কাজের প্রশংসা করেন স্থানীয় বাসিন্দারা।
Malobika Biswas