TRENDING:

Purba Bardhaman News: স্বামীর সঙ্গে বাইকে ছিলেন, মহিলা পঞ্চায়েত প্রধানকে নামিয়ে মার দুষ্কৃতীদের

Last Updated:

এলাকার দখল নিতেই পরিকল্পিতভাবে ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অসীম পালের নেতৃত্বে তার অনুগামীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ তনুজা বেগম শেখের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বর্ধমান: স্বামীকে নিয়ে মোটর সাইকেলে পঞ্চায়েতে যাচ্ছিলেন প্রধান। মাঝ রাস্তায় পথ আটকে তাদের বেধড়ক মারধর করল দুষ্কৃতীরা। পূর্ব বর্ধমানের রায়নায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। অশান্তি রুখতে এলাকায় পুলিশি টহল চলছে।
Purba Bardhaman News
Purba Bardhaman News
advertisement

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল রায়না থানার কাইতি ক্যানেল পার এলাকায়। পঞ্চায়েতের প্রধান ও তার স্বামীকে ব্যাপক মারধরের অভিযোগ অভিযোগ উঠেছে।

আরও পড়ুন -   FIFA World Cup 2022: ‘বুড়ো’ রোনাল্ডো হোক বা ‘খোকা’ রিচার্লসন -কথা নয় কাজেই জাত চেনান

তৃণমূল পরিচালিত কাইতি পঞ্চায়েতের প্রধান তনুজা বেগম শেখ  ও তার স্বামী তথা রায়না ২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের কৃষাণ ও ক্ষেতমজুর সেলের সভাপতি সেখ সিরাজুল হককে রাস্তায় ফেলে ব্যপক মারধরের অভিযোগ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অসীম পালের অনুগামীদের বিরুদ্ধে।ক্যানাল পার থেকে মোটর সাইকেলে চড়ে কাইতি পঞ্চায়েত যাচ্ছিলেন তাঁরা। সেসময় তাঁদের পথে আটকে মারধর করা হয় বলে অভিযোগ।গুরুতর জখম অবস্থায় সিরাজুল সেখ  ও তনুজা বেগম সেখ কে প্রথমে মাধবডিহি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

advertisement

আরও পড়ুন -  Neymar Injury: পায়ের চোট ‘ডিরেক্ট ট্রমা’ জানালেন ব্রাজিলের চিকিৎসক, নেইমারের চোট নিয়ে মুখ খুললেন তিতেও

এলাকার দখল নিতেই পরিকল্পিতভাবে ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অসীম পালের নেতৃত্বে তার অনুগামীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ তনুজা বেগম শেখের। অভিযোগ অস্বীকার করে অসীম পাল জানান,এটা একটা গ্রাম্য ও পারিবারিক বিবাদ।এর সাথে রাজনীতির কোনও সম্পর্ক নেই। আমার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মিথ্যা।

advertisement

ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলা কমিটির সহসভাপতি তথা মুখপাত্র সৌম্যরাজ বন্দ্যোপাধ্যায়ের দাবি,এলাকা দখলটা কোনো ব্যাপার নয়। মূলত কাটমানির ভাগ বাটোয়ারা নিয়েই এই ঝামেলা।

অন্যদিকে রায়নার বিধায়ক শম্পা ধাড়া জানান,এই রকম একটা ঘটনার কথা শুনেছি।পুলিশে অভিযোগ হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।বিজেপির অভিযোগ মিথ্যা।মাধবডিহি থানায় অভিযোগ দায়ের করেছেন তনুজা বেগম সেখ। অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আতঙ্কের রাত শেষ হওয়ার আগেই এল 'মহা'প্লাবন! বাঁধ ভেঙে তলিয়ে গেল সব
আরও দেখুন

 Saradindu Ghosh

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purba Bardhaman News: স্বামীর সঙ্গে বাইকে ছিলেন, মহিলা পঞ্চায়েত প্রধানকে নামিয়ে মার দুষ্কৃতীদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল