শনিবার পূর্ব বর্ধমানের জামালপুরে দামোদরে পানসি নৌকা উল্টে নিখোঁজ হয় এই দুজন। পূর্ব বর্ধমানের জামালপুরের জোৎশ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের পাইকপাড়ায় এই ঘটনা ঘটৈ। চার বন্ধু বিকেলের পর পানসি নৌকো ভাসিয়েছিল দামোদরে। ঝোড়ো হাওয়ায় দুলে ওঠে নৌকা। জল ঢুকতে থাকে তাতে। জলের ভারে ডুবে যায় নৌকা। দুই বন্ধু প্রায় তিরিশ ফুট সাঁতার কেটে কোনও রকমে পারে আসতে সক্ষম হয়। সাঁতার কাটার চেষ্টা চালিয়েছিল সৈকত ও সৌগতও। কিন্তু জলের স্রোতে তলিয়ে যায় তারা।
advertisement
আরও পড়ুন - Independence Day: অনুষ্কাকে সঙ্গে নিয়ে বিরাট, হার্দিক থেকে নিখাত, মীরাবাই স্বাধীনতা দিবসে বিশেষ পোস্ট
প্রথমে উদ্ধার কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারা। জাল ফেলে তাদের হদিশ পাবার চেষ্টা হয়। পরে উদ্ধার কাজে নামে জেলা বিপর্যয় ব্যবস্থাপন দপ্তর ও জেলা পুলিশের বিশেষ টিম। রবিবার সকাল থেকেই কাটোয়া দুর্গাপুর আসানসোল থেকে আসা ডুবুরিরা তল্লাশি শুরু করে। কিন্তু দিনভর একটানা তল্লাশি চালিয়েও তারা ওই দুই যুবকের হদিশ পেতে ব্যর্থ হয়। অবশেষে সন্ধের পর রিভার পাম্প সংলগ্ন এলাকায় সৈকতের দেহ ভেসে ওঠে। সোমবার ভোরে মেলে সৌগত র মৃতদেহ।
আরও পড়ুন - খারাপ আবহাওয়া, সমুদ্র উত্তাল বকখালিতে জলে ডুবে গেল পর্যটক
সৈকত হায়দরাবাদে প্যারা মেডিকেল নিয়ে পড়াশোনা করছিল। অন্যদিকে সৌগত উচ্চ মাধ্যমিক পাশ করে কাজের খোঁজ করছিল বলে জানা গেছে। একই নৌকায় থাকা আরও দুজনের নাম সৌরভ ধারা এবং সমরেশ পাল। নৌকা উল্টে যাওয়ার পর এই দুজন সাঁতার কেটে পারে উঠে আসে। এদের প্রত্যেকের বাড়ি স্থানীয় জোৎশ্রীরামপুর এলাকায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
কয়েকদিন আগেই পূর্বস্থলীর চুপিতে ছাড়ি গঙ্গায় নদীয়ার কৃষ্ণনগর থেকে চার বন্ধু পরিযায়ী পাখি দেখতে এসে দুর্ঘটনায় পরে।
নৌকা উল্টে দুজনের মৃত্যু হয়েছিল। এবার জামালপুরের দামোদর নদে পানসি নৌকা করে চার জন বন্ধু ঘুরতে বেরিয়ে ঝোড়ো হাওয়ায় নৌকা উল্টে মৃত্যু হল দুজনের।
Saradindu Ghosh