বৃহস্পতিবার ভোরে পূর্বস্থলী দু- নম্বর ব্লকের সরডাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটেছে। চলন্ত মারুতি ভ্যানটিতে আগুন লাগলেও অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন গাড়িতে থাকা যাত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পূর্বস্থলী ফায়ার ব্রিগেডের দমকল কর্মীরা। ততক্ষণে গাড়িটির বেশিরভাগ অংশ পুড়ে গিয়েছিল।
আরও পড়ুন - স্বামীর সঙ্গে বাইকে ছিলেন, মহিলা পঞ্চায়েত প্রধানকে নামিয়ে মার দুষ্কৃতীদের
advertisement
স্থানীয় এলাকার একটি গির্জায় যাওয়ার জন্য ঝাড়খন্ড থেকে মারুতি ভ্যান গাড়িটিতে আসছিলেন যাত্রীরা। এমন সময় চলন্ত গাড়িতে হঠাৎই আগুন লেগে যায়। কোনও রকমে গাড়ি থেকে বেরিয়ে আসেন যাত্রীরা। তখনই গাড়িটিতে সম্পূর্ণরূপে আগুন ধরে যায়। স্থানীয় লোকজনরা প্রথমের জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরবর্তী সময়ে পূর্বস্থলী ফায়ার ব্রিগেডের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। হঠাৎ কি থেকে আগুন লাগলো তা খতিয়ে দেখছে ফায়ার বিগ্রেড এর কর্মীরা।
আরও পড়ুন - Neymar Injury: পায়ের চোট ‘ডিরেক্ট ট্রমা’ জানালেন ব্রাজিলের চিকিৎসক, নেইমারের চোট নিয়ে মুখ খুললেন তিতেও
স্থানীয় বাসিন্দারা বলছেন, এমনিতে অনেক সময় বিদ্যুতের তারের স্পর্শে খড় বোঝাই লরিতে আগুন ধরার ঘটনা ঘটে। কিন্তু চার চাকা গাড়িতে এরকম ভাবে আগুন লেগে যাওয়া খুব একটা শোনা যায় না। তাছাড়া খুব গরমের সময় ইঞ্জিন গরম হয়ে তার পুড়ে শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটতে পারে। কিন্তু এমন শীতের ভোরে কিভাবে আগুন লাগলো তা ভেবে ওঠে যাচ্ছে না। তখন রাস্তায় বিশেষ লোকজন ছিল না। দু একজন প্রত্যক্ষদর্শী গাড়িটিতে আগুন ধরে গেছে দেখে আশপাশের লোকেদের ডেকে আনে। তারাই সকলে মিলে আগুন নেভানোর চেষ্টা করে। এর পরে দমকল আসে।