কালনার বছরের সবচেয়ে বড় উৎসব সরস্বতী পুজো। চার পাঁচ দিন ধরে পুজো চলে এখানে। বহু লক্ষ টাকার বাজেটের পুজো হয় এখানে। বিশাল বিশাল মণ্ডপ তৈরি হয় সরস্বতী পুজোর জন্য। থিমের মন্ডপ এর সঙ্গে থাকে থিমের প্রতিমা সেই সঙ্গে থাকে বাহারি আলোকসজ্জা।
আরও পড়ুন - Pathaan Collection: বক্স অফিসে আগুন ! দ্বিতীয় দিনেই ইতিহাস করে ফেলল শাহরুখের সিনেমা
advertisement
সরস্বতী পুজোকে কেন্দ্র করে মেতে ওঠে কালনা শহরবাসী। রাজ্যে এই একমাত্র শহর যেখানে সরস্বতী পুজুয় লক্ষ লক্ষ টাকার বাজেটের পুজো হয়। দুর্গা পূজোর থেকেও বড় উৎসব কালনাবাসীর কাছে সরস্বতী পুজো। সরকারি মতে ছিয়াত্তটি বড় পুজো, বেসরকারি মতে প্রায় দেড়শোরও বেশি পুজো হচ্ছে ভাগীরথী পাড়ের মন্দির শহর কালনায়।
আরও দেখুন -
বাগদেবীর আরাধনার দিনগুলো শুরু হয় পুজোর শেষ দিন থেকে। কালনা শহরে দুর্গাপুজোর থেকেও বড় উৎসব সরস্বতী পুজো। এই শহরে লক্ষ লক্ষ টাকা বাজেটের পুজো হয়। সরকারি মতে ৭৬টি বড় পুজো হচ্ছে এই শহরে। এছাড়াও ছোট বড় মিলেও দেড়শরও বেশি বেশি পুজো হয় কালনা শহরে।
কোথাও খবরের কাগজ , কোথাও ফেলে দেওয়ার জিনিস, কোথাও হারিয়ে যাওয়া থিমকে তুলে ধরে কালনার বিভিন্ন ক্লাব কর্তারা। ৭৬টি বড় পুজোর মধ্যে বেশিরভাগই সব থিমের পুজো হয়।
দীর্ঘ দু'বছর করোনা আবহাওয়া কাটিয়ে এবছর মেতে উঠেছে বাগ দেবীর আরাধনায় কালনা শহরবাসী। এই পুজোর কটা দিন লাখো লোকের আগমন ঘটে কালনায়। বৃহস্পতিবার সন্ধ্যে নামতেই শহরের রাস্তায় মানুষের মাথার মিছিল দেখা গিয়েছে। রাত বাড়ার সঙ্গে তাল মিলিয়ে বেড়েছে জনজোয়ার।
Saradindu Ghosh