পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, বর্ধমান স্টেশন লাগোয়া পুরনো ওভারব্রিজ ভাঙার জন্য ৫ ফেব্রুয়ারি রবিবার থেকে ৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত ট্রেনের নিয়ন্ত্রণ-সহ ট্র্যাফিক ও পাওয়ার ব্লকের পরিকল্পনা করা হয়েছে। যার ফলস্বরূপ আজ ৫ ফেব্রুয়ারি রবিবার সমস্ত ইএমইউ লোকাল হাওড়া ও বর্ধমান এবং ব্যান্ডেল ও বর্ধমানের মধ্যে, সমস্ত এমইএমইউ বর্ধমান ও আসানসোল এবং বর্ধমান ও রামপুরহাটের মধ্যে এবং সমস্ত লোকাল প্যাসেঞ্জার ট্রেন বর্ধমান ও আসানসোল এবং বর্ধমান ও রামপুরহাটের মধ্যে বাতিল থাকছে৷
advertisement
আরও পড়ুন - Weather Update: আবহাওয়ার বড় ভোলবদল, লাফিয়ে তাপমাত্রা বাড়লেও উইকএন্ডে বড় চমক
৬ ফেব্রুয়ারি সোমবার হাওড়া-বর্ধমান ইএমইউ লোকালের ৬ জোড়া কর্ড লাইনে এবং ৫ জোড়া হাওড়া-বর্ধমান ইএমইউ লোকাল মেইন লাইনে বাতিল থাকবে৷ ৭ ফেব্রুয়ারি মঙ্গলবার এবং ৮ ফেব্রুয়ারি বুধবার ১০ জোড়া হাওড়া-বর্ধমান ইএমইউ লোকাল কর্ড লাইনে, ১০ জোড়া হাওড়া-বর্ধমান ইএমইউ লোকাল মেইন লাইনে এবং একটি ব্যান্ডেল-বর্ধমান লোকাল বাতিল থাকবে৷
আরও পড়ুন - Madhyamik Exam Tips 2023: মাধ্যমিক ইতিহাসের ৪ নম্বরের প্রশ্নের উত্তর লেখার সঠিক উপায়
৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সমস্ত ইএমইউ লোকাল হাওড়া-বর্ধমান এবং ব্যান্ডেল-বর্ধমানের মধ্যে রাত বারোটা থেকে সন্ধে ছটা পর্যন্ত বাতিল থাকবে৷
এগুলি ছাড়াও ৪৯টি মেল ও এক্সপ্রেস ট্রেন বাতিল বা তাদের যাত্রাপথ পরিবর্তন করা হচ্ছে বলে পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে। রেলের বক্তব্যের ফলে যাত্রীদের অসুবিধার মধ্যে পড়তে হবে ঠিকই কিন্তু এই কাজ জরুরি হয়ে পড়েছিল। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ব্যাপারে যাত্রীরা সহযোগিতায করবেন বলে আশা করা হচ্ছে।
Saradindu Ghosh