TRENDING:

এই 'পুতুলবিক্রেতা' কিশোরকুমার ভক্ত! শখের শেখা গানই তাঁকে রাতারাতি 'রাজা' করে দিল...! দেখুন ভাইরাল ভিডিও

Last Updated:

শুনুন কিশোর কুমার ভক্ত এই পুতুল বিক্রেতার গানের গলা, শখেই শেখা গানে আজ ভাইরাল তিনি!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: মধ্যমগ্রাম শ্রীনগর ১ নম্বর এলাকার বাসিন্দা পেশায় খেলনা পুতুল বিক্রেতা রমেশ সরকার, পুতুল বিক্রেতা হলেও তার শখের কারণেই আশপাশের এলাকার মানুষের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি।
advertisement

আরও পড়ুন- ট্যাঙ্কের জলে ফেলে রাখুন ‘এক টুকরো’ এই কাঠ…! ১০০ বছর পরিষ্কার থাকবে জল, শরীরও রোগমুক্ত!

ছোটবেলা থেকেই গানের প্রতি গভীর ভালোবাসা, বিশেষ করে কিশোর কুমারের গান শোনার শখ, আর সেই গানের সঙ্গেই গলা মিলিয়ে একের পর এক হিট গান রপ্ত করে আনন্দ দেন মানুষকে। শুধু কিশোর কুমারই নয়, তার ছেলে অমিত কুমারের \”তেরি ইয়াদ আই\” সহ একের পর এক কিশোর কুমার ও অমিত কুমারের গলায় রমেশের গাওয়া গান রীতিমতো সোশ্যাল মিডিয়াতেও হয়েছে ভাইরাল।

advertisement

আরও পড়ুন- ১৪৭ কিলোমিটার…! ভুল লাইনে ছুটল দোতলা ট্রেন, পার করল ১৮টি স্টেশন! তার পর যা হল, অবিশ্বাস্য!

তারপর থেকেই আরও যেন জনপ্রিয়তা বেড়েছে এই পুতুল বিক্রেতার। শখের কারণেই কোন অনুষ্ঠানে ডাক পরলে ট্র্যাকে গান চালিয়ে একের পর এক কিশোর কুমার ও অমিত কুমারের গান গেয়ে শ্রোতাদের আনন্দ দেন রমেশ সরকার। তবে তার এই গানের কারণেই অনেকে এখন তাকে ডাকছেন রমেশ কুমার বলেও।

advertisement

শখে গান গাইলেও, তার পেশা পুতুল তৈরি করে মধ্যমগ্রাম বারাসাত সহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বিক্রি করা। তার প্রতিদিনের পথ চলার মাঝেই এখন অনেকেই তাকে দাঁড় করিয়ে গান শুনতে চান। রমেশ গান শুরু করলেই শুনতে দাঁড়িয়ে পড়েন মানুষজন। সুর থেকে গানের সরগম এমন ভাবেই রপ্ত করেছে সে, যে খালি গলায় তার গান শুনলেও অবাক হতে হয়।

advertisement

আরও পড়ুন- ১৯৫, ২০৫ বা ৫৭৫ টাকার পেট্রোল কিনলে কি বেশি তেল পাবেন? বিজোড় সংখ্যায় প্রতারণা এড়ানো কি সত্যি সম্ভব? জানুন!

আরও পড়ুন- ১৬তে বিয়ে, ১৭তে যমজ বাচ্চার মা এই অভিনেত্রী! ১৮তে বিবাহবিচ্ছেদ…! বাবা কে? জানে না এখনও সন্তানরা

তবে এই শখের গায়ক এখনও খুঁজে চলেছেন তার যোগ্য মঞ্চ। যেখানে নিজের সবটুকু প্রতিভা উজাড় করে দিতে পারবেন শখের গানকে আঁকড়েই। গানের ফাঁকেই নিজের পুতুল বিক্রি করে বেশ কিছুটা আয়ও হয় গান পাগল এই পুতুল বিক্রেতার। কিশোর ভক্ত এই গায়কের নিজের গলায় গান তাই এখন আনন্দ দিচ্ছে বহু মানুষকে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Rudra Narayan Roy 

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
এই 'পুতুলবিক্রেতা' কিশোরকুমার ভক্ত! শখের শেখা গানই তাঁকে রাতারাতি 'রাজা' করে দিল...! দেখুন ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল