আরও পড়ুন- ট্যাঙ্কের জলে ফেলে রাখুন ‘এক টুকরো’ এই কাঠ…! ১০০ বছর পরিষ্কার থাকবে জল, শরীরও রোগমুক্ত!
ছোটবেলা থেকেই গানের প্রতি গভীর ভালোবাসা, বিশেষ করে কিশোর কুমারের গান শোনার শখ, আর সেই গানের সঙ্গেই গলা মিলিয়ে একের পর এক হিট গান রপ্ত করে আনন্দ দেন মানুষকে। শুধু কিশোর কুমারই নয়, তার ছেলে অমিত কুমারের \”তেরি ইয়াদ আই\” সহ একের পর এক কিশোর কুমার ও অমিত কুমারের গলায় রমেশের গাওয়া গান রীতিমতো সোশ্যাল মিডিয়াতেও হয়েছে ভাইরাল।
advertisement
আরও পড়ুন- ১৪৭ কিলোমিটার…! ভুল লাইনে ছুটল দোতলা ট্রেন, পার করল ১৮টি স্টেশন! তার পর যা হল, অবিশ্বাস্য!
তারপর থেকেই আরও যেন জনপ্রিয়তা বেড়েছে এই পুতুল বিক্রেতার। শখের কারণেই কোন অনুষ্ঠানে ডাক পরলে ট্র্যাকে গান চালিয়ে একের পর এক কিশোর কুমার ও অমিত কুমারের গান গেয়ে শ্রোতাদের আনন্দ দেন রমেশ সরকার। তবে তার এই গানের কারণেই অনেকে এখন তাকে ডাকছেন রমেশ কুমার বলেও।
শখে গান গাইলেও, তার পেশা পুতুল তৈরি করে মধ্যমগ্রাম বারাসাত সহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বিক্রি করা। তার প্রতিদিনের পথ চলার মাঝেই এখন অনেকেই তাকে দাঁড় করিয়ে গান শুনতে চান। রমেশ গান শুরু করলেই শুনতে দাঁড়িয়ে পড়েন মানুষজন। সুর থেকে গানের সরগম এমন ভাবেই রপ্ত করেছে সে, যে খালি গলায় তার গান শুনলেও অবাক হতে হয়।
তবে এই শখের গায়ক এখনও খুঁজে চলেছেন তার যোগ্য মঞ্চ। যেখানে নিজের সবটুকু প্রতিভা উজাড় করে দিতে পারবেন শখের গানকে আঁকড়েই। গানের ফাঁকেই নিজের পুতুল বিক্রি করে বেশ কিছুটা আয়ও হয় গান পাগল এই পুতুল বিক্রেতার। কিশোর ভক্ত এই গায়কের নিজের গলায় গান তাই এখন আনন্দ দিচ্ছে বহু মানুষকে।
Rudra Narayan Roy